সেরার শিরোপা, গোল্ডেন গ্লোব জেতা প্রথম ভারতীয় চলচ্চিত্র 'আরআরআর'

banner

#Pravati Sangbad Digital Desk :

হলিউডের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলো রাজামৌলি পরিচালিত ব্লকব্লাস্টার মুভি আরআরআর। নাটু নাটু গানের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলো ছবিটি।গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে সিনেমাটির প্রধান কাস্ট অংশগ্রহণ করেন।

দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবি 'আর আর আর' এখন বিশ্বজয় করেছে। আন্তর্জাতিক দর্শকদের মন মাতিয়ে রেখেছে এই ছবি। রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর তো দর্শকদের মন জয় করেইছেন, সেই সঙ্গে আলিয়া ভট্ট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। রয়েছেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি। 

 দেশ উচ্ছ্বসিত এমন বিশ্বমানের প্রাপ্তিতে। সাধারণ মানুষ থেকে তারকারা 'আর আর আর'কে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ের পরই রাজামৌলির এই ছবির টিমকে শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা (Shah Rukh Khan)।

'আর আর আর'-এর বিশেষ স্ক্রিনিংয়ের পর মঞ্চের মধ্যস্থলে স্থান পান অভিনেতা-পরিচালক দ্বয়। ছবির সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন তাঁরা। ছবিতে ভীমের চরিত্রে জুনিয়র এনটিআরকে দেখা যায়। তাঁর সম্পর্কে কথা বলতে গিয়ে রাজামৌলি বলেন, 'কোমুরাম ভিমুড়ু (ছবির হিট গান) হচ্ছে আমার পরিচালনা করা শ্রেষ্ঠ জিনিস। আমার প্রত্যেকটা ছবির মধ্যে এই গানটা আমার। কারণ এনটিআর এত ভাল একজন পারফর্মার। যদি আপনি ওঁর একটা ভ্রুয়ের ওপরও ক্যামেরা তাক করেন, ও তাই দিয়েই পারফর্ম করে দেবে। ও এতটাই দুর্দান্ত।' এনটিআর জুনিয়র ইন্টার্ভাল দৃশ্যের শ্যুটিং সম্পর্কেও কথা বলেন, যেখানে তাঁকে অজস্র হিংস্র প্রাণীর সঙ্গে খাঁচা থেকে লাফ দিতে দেখা যায়। তিনি বলেন, 'আমার কাছে শ্রেষ্ঠ দৃশ্য হচ্ছে যেখানে ভীম বাকি জন্তুদের সঙ্গে লাফিয়ে বেরোচ্ছে। আমি কখনওই জানতাম না যে শটটি কেমন হওয়া উচিত ছিল, উনি আমাকে কখনও বলেননি যে আমি কীভাবে এই সমস্ত প্রাণীর সঙ্গে লাফ দেবো, এও কখনওই বলেননি যে শটটা কীভাবে নিচ্ছেন। সিনেমা রিলিজ হওয়ার পর আমি গোটা দৃশ্যটা দেখতে পাই আর আমার প্রতিক্রিয়া ছিল 'বাহ্'!'

'ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা থিয়েটার'-এ 'আর আর আর' স্ক্রিনিং এবং এনটিআর জুনিয়র এবং রাজামৌলির সঙ্গে কথোপকথনের জন্য ১০০ জনেরও বেশি লোক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক ও অ্যাকাডেমির সদস্যরা।

এনটিআর জুনিয়র ও রাজামৌলি আপাতত লস অ্যাঞ্জেলসে রয়েছেন 'গোল্ডেন গ্লোবস'-এর কারণে, যেখানে দুটি বিভাগে লড়াইয়ে রয়েছে 'আর আর আর'। একটা সেরা ছবি ও অপরটা সেরা গান (নাটু নাটু)। প্যান ইন্ডিয়া ছবি হিসেবে এটি দুর্দান্ত সাফল্য পেয়েছে, ব্লকবাস্টার। বিদেশেও একের পর এক স্থানে দর্শকদের মন জিতে চলেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবি। এই ছবিতে কাজ করেছেন অজয় দেবগণ ও আলিয়া ভট্টও।

গত বছর মার্চ মাসে দেশে মু্ক্তি পায় ছবিটি। বক্স অফিসে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও ছবির প্রশংসা করেছেন। আরআরআর সিনেমার সেরা আকর্ষণ জুনিয়র এনটিআর।

Journalist Name : Sampriti Gole

Related News