ইতিহাস তৈরি করল পরিচালক এস এস রাজামৌলির ছবি 'আরআরআর', নাটু নাটু গান জিতে নিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

banner

#Pravati Sangbad Digital Desk :

ইতিহাস তৈরি করল পরিচালক এস এস রাজামৌলির ছবি 'আরআরআর' (RRR)। প্রথম ভারতীয় ছবি হিসেবে গোল্ডেন গ্লোব (Golden Globes 2023) পেল এই ছবি। সেরা অরিজিনাল গানের জন্য চলতি বছর গোল্ডেন গ্লোব পেল 'আরআরআর' ছবির গান 'নাটু নাটু'।নাটু -নাটু অর্থাৎ হিন্দি ভার্সনে নাচো-নাচো যার সুরে  ভারত  কোমর দুলিয়েছে,  এবার  সেই গান  বিশ্ব মঞ্চেও কামাল করে দিল৷

সালটা ছিল ২০২২। আর সেই বছর মুক্তি পেয়েছিল দক্ষিণের জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ব্লকব্লাস্টার মুভি আরআরআর। ভারতীয় বক্স অফিসেও ঝড় তুলেছিল এই ছবি। বক্স অফিস ব্যবসার নিরিখে সব ছবিকে ছাপিয়ে গিয়েছিল রাজামৌলির আরআরআর।  আর এবার সাফল্যের মুকুটে জুড়ল নয়া পালক । হলিউডের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সম্মানিত রাজামৌলির আরআরআর। বেস্ট অরিজিনাল সং বিভাগে এই ছবির নাটু নাটু গান জিতে নিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।  তাই বলাই বাহুল্য, রাজামৌলির আরআরআর-এর হাত ধরে প্রথম ভারতীয় ছবি হিসাবে হলিউডের সবচেয়ে বড় সম্মান এল দেশের মাটিতে।

উল্লেখ্য, ভারতীয় সময় অনুযায়ী ১১ জানুয়ারি বুধবার ভোরবেলা লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে আর আর আর -এর সুখ্যাতি অব্যাহত। বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম বা Best Non-English Language Film ও নাটু নাটু গানের জন্য বা Best Original Song for Naatu Naatu বিভাগে মনোনীত হয়েছিল। স্থানীয় তারিখ ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে হলিউডের সবচেয়ে বড় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গানের ক্যাটাগরিতে নাটু নাটু-র সঙ্গে লড়াইতে ছিল টেলর সুইফটের ক্যারোলিনার ফ্রম হোয়ার ক্রাউডাস সিং, সিওাও পাপা -গুলিরমো ডেল তোরো-র পিনোচিও, লেডি গাগা-র হোল্ড মাই হ্যান্ড - টপ গান, মাভেরিকের লিফট মি আপ - ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান৷ তাদের টেক্কা দিয়ে আরআরআরের নাটু নাটু জিতে নিল গোল্ডেন গ্লোব৷রাজামৌলি পরিচালিত ও রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত এই পিরিয়ড ড্রামার সাফল্যে খুশির হাওয়া দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিতে।

 সংবাদ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে,গানের অন্যান্য লেখক ও গায়কদের হয়ে এদিন পুরস্কার নিতে মঞ্চে ওঠেন কিরাবাণীই। কিরাবাণী পুরস্কার গ্রহণের সময়  জানান তিনি এই সম্মানে ‘অভিভূত’। তাঁকে বলতে শোনা যায়, ‘নাতু নাটু হল একটি উদযাপনের গান... আমরা এই গানের মাধ্যমে শক্তি ও স্ফূর্তিকে প্রদর্শিত করতে চেয়েছিলাম।’ নিজের বক্তব্যে যোগ করেন, ‘এই মুহূর্তে যে দুর্দান্ত পুরস্কার আমি পেয়েছি তাতে আমি অভিভূত। এই প্রথম এটা (আরআরআর) আন্তর্জাতিক দর্শকদের মনযোগ কাড়ল, আমি তার জন্য খুব খুশি।’

এরপর মঞ্চে দাঁড়িয়ে কিরাবাণী আরআরআর পরিচালক এসএস রাজামৌলি, ছবির প্রধান দুই তারকা রাম চরণ এবং জুনিয়র এনটিআর, সেইসঙ্গে গানের গীতিকার, সহ-সুরকার, প্রোগ্রামার এবং সিন অ্যানিমেটরদের ধন্যবাদ জানান।

 প্রসঙ্গত ,কয়েক দশক ধরেভারতীয় সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ও নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করে চলেছেন এমএম কিরাবাণী। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। তিনি ১৯৯৭ সালে তেলেগু ছবি আন্নামাইয়া-এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি ৮টি ফিল্মফেয়ার পুরস্কার, এগারোবার অন্ধ্র প্রদেশ রাজ্য নন্দী পুরস্কার এবং একবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ‘বাহুবলি: দ্য বিগিনিং’ (২০১৫) -তেও কাজ করেছিলেন তিনি। এমনকী, সেই ছবিতে সেরা সঙ্গীতের জন্য ‘স্যাটার্ন অ্যাওয়ার্ড’-র মনোনয়ন পান ।

Journalist Name : Susmita Das

Related News