আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

banner

#Pravati Sangbad Digital Desk:

পপ সম্রাট মাইকেল জ্যাকসন। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান একটি পরিবারে জন্ম হয়েছিল। তার বাবার নাম জোসেফ ওয়াল্টার জ্যাকসন। দশ ভাই-বোনের মধ্যে মাইকেল জ্যাকসন ছিলেন অষ্টম। মাত্র পাঁচ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সংগীতশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন প্রয়াত পপ সম্রাট। তিনি একাধারে ছিলেন গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। তবে তাকে তারকাখ্যাতি এনে দেয় ১৯৮২ সালের ‘থ্রিলার’ অ্যালবামটি। আর এই অ্যালবামের ব্যবসায়িক সাফল্য এক নতুন রেকর্ড সৃষ্টি করে। সংগীতের পাশাপাশি নৃত্য পরিবেশনায় তার এক নতুন আঙ্গিকের অসামান্য কলাকৌশলে মুগ্ধ হয়েছিলেন অসংখ্য শ্রোতা-দর্শক। তিনিই একমাত্র পপ ও রক অ্যান্ড রোল সংগীতশিল্পী যিনি ‘ড্যান্স হল অব ফেম’-এ ভূষিত হন। তার স্টাইল এখনও তরুণ প্রজন্মের জনপ্রিয়তার স্থান দখল করে রেখেছে। 

মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউড নির্মাতা এন্টোইন ফুকা, এটি পুরনো খবর। নতুন খবর হলো, মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন! জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্রাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান এবং বিশ্বব্যাপী এর বিতরণের দায়িত্বে থাকছে লায়ন্সগেট। পরিচালক এন্টোইন ফুকা সোশ্যাল হ্যান্ডেলে জাফরের ‘মুনওয়াক’র একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগ্নে জাফর জ্যাকসন। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন তিনি। গোটা দুনিয়া জুড়ে তখনো মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছিল। এ প্রসঙ্গে প্রযোজক গ্রাহাম জানিয়েছেন, ‘জাফরকে আমি প্রথম দেখি দু’বছর আগে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফরের মাঝে।’ বায়োপিক প্রসঙ্গে পপ তারকার মা ক্যাথরিন জ্যাকসন আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘জাফরকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওদের দেখতে প্রায় একই রকম। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, এটা দেখতে অধীর অপেক্ষায় থাকবো।’ ২০০৯ সালের ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে লস এঞ্জেলসে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাইকেল জ্যাকসন। তবে কর্মগুণে এখনও কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে অম্লান তিনি। সব মিলিয়ে এই ছবির সঙ্গে জড়িয়ে যাঁরা সকলেই আবেগপ্রবণ হয়ে উঠেছেন। জাফারের ক্যামেরা কেমিস্ট্রিও দারুণ। সকলেই আশায় বুক বেঁধেছেন ‘মাইকেল’ ম্যাজিকের জন্য।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News