শুধু নোট নয় Atm থেকে পাবেন এবার কয়েনও

banner

#Pravati Sangbad Digital Desk:

জরুরী প্রয়োজনে টাকার দরকার হলে আমরা সাধারণত ব্যাংকে যোগাযোগ করি। কিন্তু সমস্যাই করি ব্যাংক খোলা না থাকলে, ব্যাংকের লম্বা লাইন থাকলে, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাতের বেলা টাকার দরকার পড়লে আমরা ব্যাংকে যেতে পারি না সে ক্ষেত্রে আমরা সরাসরি Atm ব্যাবহার করে থাকি। আর আমরা সকলেই জানি এটিএম থেকে শুধুমাত্র আমরা নোটই তুলতে পারি। 

কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান এটিএম থেকে এবার পাওয়া যাবে কয়েনও। আর তার জন্য QR কোড ভিত্তিক UPI ভেন্ডিং মেশিন ও বসানো হবে আলাদা করে। আর এই ব্যাবস্থা শুরু হচ্ছে দেশের পাইলট প্রজেক্ট হিসেবে মাত্র ১২ টি শহরে এবং পড়ে টা দেশের বিভিন্ন স্থানে চালু করা হবে। আর টাকার বদলে কয়েন তোলার জন্য আলাদা করে Atm ও বসানো হবে এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।  


জানা গেছে বাজারে কয়েন এর অভাব দূর করতে এই উদ্যোগ গভর্নমেন্টের। আর এই পদ্ধতি মানুষের অনেকটাই উপকার করবে এমনটাই আশা করছেন সরকার। আর জরুরী প্রয়োজনে কয়েন এর সমস্যাও মেটাবে দেশের মানুষের এই নতুন Atm গুলি। খুচরো জন্য আর সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে কারণ খুব সহজেই তারা তাদের প্রয়োজন মত Atm থেকে নিজেদের সময় মত তুলে নিতে পারবেন কয়েন।

তবে চালু তো হবে কিন্তু কবে? কবে থেকে পেতে চলেছেন মানুষ এই নতুন সুবিধাটি? সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য জানায়নি সরকার।

Journalist Name : Joly Pramanick

Related News