কতদিন অন্তর শ্যাম্পু করলে চুলের কোনো ক্ষতি হয়না ?

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে ,কমবেশি সবার ই চুল পড়ার সমস্যা দেখা দেয়।চুল আঁচড়ালে ই চিরুনি তে উঠে আসে এক গোছা চুল।।চুল ঠিক রাখার জন্য তাই বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।নাহলে ঘন,লম্বা ,মসৃণ চুল পাওয়া যায় না।

তবে ,চুল ভালো রাখার জন্য যে বিশাল কিছু পরিশ্রম করতে হবে বা প্রচুর টাকা খরচ করতে হবে এমন টা নয়।শুধু নিয়ম মেনে প্রতিনিয়ত চুলের যত্ন নিলেই পাওয়া যায় সুন্দর চুল।

বিশেষজ্ঞ রা মনে করেন ,বেশি হেয়ার প্রোডাক্ট ব্যাবহারের ফলে ও চুলের ক্ষতি হতে পারে ।চুল পরিষ্কার রাখা জরুরি।নিয়মিত চুলে শ্যাম্পু করা প্রয়োজন ।তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যাবহার করা উচিত নয়।

কিন্তু স্ক্যাল্প পরিষ্কার রাখাটাও অত্যন্ত জরুরি ।স্ক্যাল্প এ বেশিদিন নোংরা বা তেল জমা হতে থাকলে স্ক্যাল্প এর পোরস বন্ধ হতে শুরু করে।ফলে ,চুলে পুষ্টি উপাদান গিয়ে পৌঁছায় না ।চুলের বৃদ্ধি কমে যায় ।চুল কে সুন্দর রাখতে ও বৃদ্ধি বজায় রাখতে ফলিকল খুব ই প্রয়োজনীয় উপাদান ।স্ক্যাল্প অপরিষ্কার থাকলে ফলিকল ও ক্ষতিগ্রস্ত হতে পারে ।তাই স্ক্যাল্প পরিষ্কার রাখা খুব ই জরুরি।


স্ক্যাল্প পরিষ্কার রাখতে চুলে নিয়মিত শ্যাম্পু করা প্রয়োজন ।আবার, সব ধরনের শ্যাম্পু তে সকলের উপকার হয়না ।তাই বাজারের যেকোনো হেয়ার প্রোডাক্ট ব্যাবহারে চুলের ক্ষতি পারে।আপনার চুলের ধরন অনুযায়ী বেছে নিতে হবে শ্যাম্পু বা অন্যান্য হেয়ার প্রোডাক্ট।যদি শ্যাম্পু করার পর ও চুল রুক্ষ শুষ্ক থাকে ,বা স্ক্যাল্প এ ময়লা জমে থাকে ,স্ক্যাল্প চিটচিট করে ,তাহলে তৎক্ষণাৎ সেই শ্যাম্পু ব্যাবহার বন্ধ করা উচিত ।

শ্যাম্পু কতদিন অন্তর করলে চুল ভালো থাকে ?? 

যেমন কম শ্যাম্পু ব্যবহারে সমস্যা দেখা দেয় তেমন ই অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার ও চুল কে দুর্বল করে দেয়।চুলের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায় ।স্ক্যাল্প আদ্রতা হারিয়ে রুক্ষ ,শুষ্ক হয়ে ওঠে ।চুল পড়তে শুরু করে ।

তাই বিশেষজ্ঞ রা বলেছেন ,একটি নির্দিষ্ট রুটিন মাফিক চুলে শ্যাম্পু করতে হবে ।সপ্তাহে ৩ দিন অন্তত শ্যাম্পু করতে হবে।গরমকালে ঘাম দিলে ৪ দিন ও শ্যাম্পু করা যেতে পারে।কোনো কোনো ক্ষেত্রে রোজ ই শ্যাম্পু করতে হবে ।কোকড়ানো চুল এর থেকে সোজা চুলে কমদিন অন্তর শ্যাম্পু করতে হবে ।চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাতে হবে।নিয়মিত চুলের যত্ন নিলে চুল হবে সুন্দর ,মজবুত ও ঘন ।।

Journalist Name : Srimita Sasmal

Related News