পুরোদস্তর বিনোদিনী হয়ে এলেন রুক্মিণী

banner

#Pravati Sangbad Digital Desk:

রামকমল মুখোপাধ্যায়ের ছবিতে বিনোদিনী হয়ে আসছেন রুক্মিণী মৈত্র। এখবর বহু পুরনো। তবে 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান' ছবির জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে 'বিনোদিনী'র সেই লুক দেখে সকলেই মুগ্ধ হয়েছিলেন। তবে অভিনেত্রী আগেই বলেছিলেন চমকের এখন অনেক বাকি। ক্রমশ প্রকাশ্য…। সেই মতোই সোমবার সকাল সকাল সিনেমাপ্রেমীদের চমকে দিয়ে এক্কেবারে পুরোদস্তুর বিনোদিনী দাসী হয়ে হাজির হলেন রুক্মিণী। গুগলে 'নটী বিনোদিনী' খুঁজলে সাদা-কালোয় বিশেষ এক ভঙ্গির ছবি পাওয়া যায়। সেই ছবিকেই নতুন ভাবে পর্দায় ধরতে চলেছেন রামকমল মুখোপাধ্যায়। দীর্ঘ অপেক্ষার পরে ১৩ ফেব্রুয়ারি, সোমবার শ্যুটিং ফ্লোরে তাঁর স্বপ্নের 'নটী বিনোদিনী'। তার আগের দিন রবিবার রামকমল কালীঘাট মন্দিরে পৌঁছে গিয়েছিলেন। ওই দিন পুজো দিয়ে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন পরিচালক। তাঁর কথায়, বিনোদিনীকে পর্দায় ধরা খুব কঠিন। একই ভাবে তাঁর চেহারা ফুটে তোলাও দুরূহ। সেই কাজ প্রায় নিখুঁত ভাবে করার চেষ্টা করেছেন আমার টিম শুচিস্মিতা দাশগুপ্ত, বিথীকা এবং মৌসুমী। আশা, দর্শকেরা হতাশ হবে না। অ্যাসর্টেড মোশন পিকচার্সের সহযোগিতায়, দেব অধিকারী এবং প্রতীক চক্রবর্তী প্রযোজিত ছবিটি ইতিমধ্যেই বাংলা এবং সারা দেশে আলোড়ন তৈরি করেছে। পরনে চওড়া লালপাড়, স্লেট রঙের মসলিন বেনারসী শাড়ি, ঘটি হাতা লাল ভেটভেটের ব্লাউজ, সঙ্গে সোনার গয়না। মাথার চুল খোঁপা করা, সেই খোঁপা থেকে আলতো করে লাগানো ঘোমটা। প্রায় ১৪৮ বছরে বিনোদিনী দাসীর লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে রুক্মিণীর এই লুক। যে লুক দেখে হয়ত আচমকা কোনও বিগ বাজেটের বলিউড ছবি বলে হোঁচট খেতে হবে আপনাকেও…। সত্যিই তাক লাগানোর মতোই এই লুক। প্রসঙ্গত, আজ ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। অভিনেত্রী রুক্মীণী মৈত্র জানিয়েছিলেন, এখন তিনি সারাদিনটাই বিনোদিনী নিয়ে থাকছেন। এই ছবির জন্য নানা রকমভাবে প্রস্তুত হতে হচ্ছে। তিনি বলেছিলেন, ‘সাধারণত একটা ছবি করি, একটি চরিত্র, বড়জোর দ্বৈত চরিত্র থাকে। আর এখানে প্রায় ৭-৮টা চরিত্র রয়েছে। বিনোদিনী তো রয়েছেই, তারপর উনি যে যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেগুলিও রয়েছে। জানা যায়, উনি নাকি একটা নাটকে ৭-টি চরিত্রে অভিনয় করেছিলেন, এখানে আমার জার্নিটাও ঠিক তেমনই…।’ রুক্মিণীর কথায়, ‘সকাল ৯-১১ টা পর্যন্ত আমার এখন বিভিন্ন রকম প্রস্তুতি চলে। প্রথমে পায়ের এক্সারসাইজ, তারপর সুদীপ্তা দি-র কাছে অ্যাক্টিং ওয়ার্কশপ ৩-৪ ঘণ্টার, নাচের রিহার্সাল, পুরো দিনটাই এখন আমার বিনোদিনীর। তাই কোথাও যাচ্ছি না। কিছুদিন আগে আমার এক কাছের এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, নচেৎ কোথাও না। প্রস্তুতিটা কঠিন, কিন্তু সুন্দর। তবে বিনোদিনীকে যত চিনছি নারী হিসাবে গর্ব হচ্ছে।’

অভিনেত্রী আরও জানিয়েছিলেন, ‘আমি সাধারণত জিন্স, টি-শার্টেই থাকি। কিন্তু বিনোদিনী তো শাড়ি পরতেন, ওঁর সেই ওই বডি ল্যাঙ্গুয়েজটা নিজের মধ্যে নিয়ে আসা, সেটা আয়ত্ত করতেই আমার ওয়ারড্রব বদলে ফেলে পুরোপুরি ইন্ডিয়ান করে ফেলেছি। বাড়ি থাকলে সবসময়ই এখন শাড়ি পরি, তাও সেফটিপিন ছাড়া। আর সেই রুক্মিণী নেই। পাগল পাগল লাগছে, তবে এই পাগলামিতে ভীষণ মজা।’ এদিন পরিচালক রুক্মিণী মৈত্রের 'বিনোদিনী' লুকও প্রকাশ্যে এনেছেন। পাতা কাটা চুল। লাল পাড়ের গাঢ় নীল বেনারসি। সারা শরীর সোনার গয়নায় মোড়া। রুক্মিণীর চেহারায় যেন আভিজাত্য আর জৌলুস ঠিকরে বেরোচ্ছে। কী ভাবে তিলে তিলে 'নটী' হলেন তিনি? তিন রূপটান প্রধান বিষয়টি নিয়ে অকপট। তাঁদের দাবি, তিন সপ্তাহ ধরে গবেষণার ফসল এই বিশেষ 'লুক'। এতটা সময় লেগেছে কারণ 'নটী'র ভাল কোনও ছবি নেই। ফলে, শাড়ি, গয়নার নকসা সে সময়ের বাংলার কথা মাথায় রেখে নতুন করে ভাবতে হয়েছে। তাই শাড়ির জমিন হিসেবে মসলিন বেনারসি ব্যবহার করা হয়েছে। সঙ্গে মানানসই সোনার গয়না।কানবালা, সাতনরি হার, মব চেন, মোটা বালা, খোঁপার ফুল— এই সব তালিকায় রয়েছে। তবে চুলের ক্ষেত্রে বড় চমক। রুক্মিণীর ছোট চুল। 'নটী'র চুল কোমর ছোঁয়া। কখনওই যাতে চুল নকল মনে না হয় তার জন্য তিরুপতি থেকে আসল চুল নিয়ে বাড়তি চুল তৈরি করা হয়েছে। পাতা কাটা ছাঁদে চুল বাঁধতে গিয়ে জেল, নারকেল তেল—সব ব্যবহার করা হয়েছিল। কিন্তু কোনওটাই ফল দেয়নি। শেষে জল স্প্রে করে পুরোটা সামলানো হয়েছে। এছাড়া, রূপটানেও বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বিদেশ থেকে শুধু এই ছবির জন্য আলাদা ফেস টোনার আনানো হয়েছে। যার ছোঁয়ায় নায়িকার ত্বকের জৌলুস বাড়বে। কখনওই মনে হবে না, তিনি মেকআপ করেছেন। যাঁকে ঘিরে এত কিছু সেই পর্দার 'বিনোদিনী' রুক্মিণী কী বলছেন? তাঁর কথায়, ''বাস্তবে নটী হয়ে উঠতে কম করে চার ঘণ্টা লাগছে। কিন্তু আমি আমার রূপসজ্জার দলের কাছে কৃতজ্ঞ। ওঁরা আমার ভোল বদলে দিয়েছেন। আর যাঁর চরিত্রে অভিনয় করছি তাঁর আশীর্বাদ না থাকলে কিছুই হত না। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে মহড়া নিয়েছি। আমি আমার ২০০ শতাংশ দেব।'' খবর, তার পরেও রামকমল 'অ্যাকশন' উচ্চারণ করতেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন নায়িকা!

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News