শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে নিউজিল্যান্ড, বিদ্যুৎহীন বহু অঞ্চল

banner

#Pravati Sangbad Digital Desk:

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল'। অতি শক্তিশালী সাইক্লোনের ধাক্কায় লন্ডভন্ড নিউজিল্যান্ডের বহু এলাকা। বাড়িঘর ভেঙেছে, বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, সঙ্কটে বহু মানুষ।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় ৪৬ হাজার বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে অন্ধকারে সময় কাটাতে হচ্ছে ওই অঞ্চলের হাজারো মানুষকে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে ভারী বৃষ্টি ও বাতাস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ কারণে শত শত উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়টি নর্থ আইল্যান্ডের পাশে অবস্থান করছে। এ জন্য কিছু জায়গায় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউজিল্যান্ডের আবহাওয়া বিষয়ক প্রতিষ্ঠান মেটসার্ভিসের তথ্য অনুযায়ী, অকল্যান্ডের উত্তরাঞ্চলে ওয়াংগারেই শহরে গত ১২ ঘণ্টায় ১০০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরি ব্যবস্থাপনা–বিষয়ক মন্ত্রী কিরেন ম্যাকঅ্যানুলটি বলেন, ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে সরকার দেশজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করার চিন্তাভাবনা করছে। নিউজিল্যান্ডের ইতিহাসে এর আগে মাত্র দুবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কিরেন আরও জানান, যেসব এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিকূল আবহাওয়ার কারণে সেসব এলাকায় মেরামত কাজ করা ‘অনিরাপদ’ হয়ে পড়েছে। তাই বিদ্যুৎ সরবরাহের গ্রিড মেরামত করে পুনরায় চালু করতে কয়েক দিন সময় লাগতে পারে।এদিকে রাজধানী অকল্যান্ডসহ নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকার মানুষদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ত্রাণ। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৭৩ লাখ ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কাইরান ম্যাকঅ্যানাল্টি বলেছেন, আমরা সবাই ব্যাপক বন্যার সম্মুখীন হয়েছি। সে সঙ্গে রাস্তা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ম্যাকঅ্যানাল্টি আরও বলেন আবহাওয়ার প্রতিবেদনগুলো আসছে তা 'গভীর উদ্বেগজনক'। তিনি আরও জানান, কতজন বাস্তুচ্যুত বা আহত হয়েছেন তা এখনো বলা সম্ভব নয়। তবে দেশটির জাতীয় দমকল ও জরুরি পরিষেবার বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,পশ্চিম অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ার পর একজন দমকলকর্মী নিখোঁজ রয়েছে। অন্য একজনকে উদ্ধার করা হয়েছে তাকে স্থানীয় হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে প্রায় ১৬ লাখ মানুষ বাস করে। দুই সপ্তাহ আগে এলাকাটি বড় বন্যায় আক্রান্ত হয়। ২০১১ সালে ক্রাইস্টচার্চ ভূমিকম্পের এবং ২০২০ সালে যখন করোনা মহামারি আঘাত হানে তখন নিউজিল্যান্ড পূর্ববর্তী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News