সেট-টপ বক্স ছাড়াই ২০০ টি চ্যানেল দেখা যাবে,নয়া পরিকল্পনা কেন্দ্রের

banner

#Pravati Sangbad Digital Desk:

সেট-টপ বক্স ছাড়াও টিভিতে দেখা যাবে প্রোগ্রাম। একটা, দুটো নয়। ২০০ টির কাছাকাছি চ্যানেল দেখা যাবে সেট-টপ বক্স ছাড়াই। এর জন্য তরফে টেলিভিশন সেটে বিল্ট-ইন স্যাটালাইট টিউনার বসানোর প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র। সোমবার এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। গতকাল একটি সাংবাদিক সম্মেলনের সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দূরদর্শনের ফ্রি ডিশে সাধারণ বিনোদনমূলক চ্যানেলের সংখ্যা বাড়ানো হয়েছে। এর ফলে কোটি কোটি দর্শক আকৃষ্ট হয়েছেন। তিনি বলেন, “আমি নিজের বিভাগে একটি নতুন সূচনা করেছি। আপনার টেলিভিশনে যদি বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার থাকে তাহলে আলাদা করে কোনও সেট-টপ বক্স লাগবে না। রিমোটের এক ক্লিকেই ২০০ টিরও বেশি চ্যানেল দেখতে পারবেন যে কেউ।” তবে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত গৃহীত হয়নি। তা বাস্তবায়নের পরিকল্পনা চলছে। প্রসঙ্গত, অ্যানালগ ট্রান্সমিশন বন্ধের পথে দূরদর্শন। বর্তমানে ডিজিটাল স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহার করে ফ্রি-টু-এয়ার চ্যানেল সম্প্রচারের দিকে নজর দেওয়া হচ্ছে।তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন, টিভি-তে স্যাটেলাইট টিউনারের বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তিনি জানান, গত বছরের ডিসেম্বরে অনুরাগ ঠাকুর এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছিলেন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। সেই চিঠিতে অশ্বিনীর কাছে অনুরাগ আবেদন জানিয়েছিলেন যাতে আইটি মন্ত্রী টেলিভিশন নির্মাতাদের বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার লাগানোর বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন। টিভি নির্মাতা সংস্থাগুলিকে যদি ব্যুরো অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস দ্বারা জারি করা মানগুলি গ্রহণ করার জন্য নির্দেশিকা জারি করা হয়, তাহলেই এটা বাস্তবে পরিণত হবে।

ইন-বিল্ট স্যাটেলাইট টিউনার সহ টেলিভিশন সেটগুলি বাজারে এলে তাতে লাভ হবে দর্শকদের। এই টিভি বাড়িতে থাকলে বিল্ডিংয়ের ছাদে বা পাশের দেয়ালে, বা যেকোনও জায়গায় একটি ছোট অ্যান্টেনা লাগিয়ে ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেল দেশতে এবং রেডিও চ্যানেল শুনতে পারবেন দর্শক ও শ্রোতারা। বর্তমানে, টেলিভিশন দর্শকদের বিভিন্ন পেইড এবং ফ্রি চ্যানেল দেখার জন্য একটি সেট-টপ বক্স কিনতে হয়ে থাকে। এদিকে দূরদর্শনের 'ফ্রি ডিশ' গ্রাহকদের সংখ্যা ২০১৫ সাল থেকে দ্বিগুণ হয়েছে ভারতে। KPMG-এর একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে দূরদর্শনের ফ্রি ডিশ ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছিল। ২০২১ সালে এই সংখ্যা বেড়ে ৪.৩ কোটিতে পৌঁছেছিল। এই বিষয়ে মন্ত্রী জানান, আজ প্রায় ৫৫টি এই চ্যানেল রয়েছে দূরদর্শনের অন্তর্গত এবং রাজ্য সরকারগুলিও আলাদাভাবে তাদের নিজস্ব চ্যানেল শুরু করছে। নিউজ চ্যানেল ছাড়াও, ফ্রি ডিশ-এ সাধারণ বিনোদন চ্যানেলের ব্যাপক প্রসার ঘটেছে বলে দাবি করেন মন্ত্রী।

Journalist Name : Sampriti Gole

Tags: