প্রয়াত ‘লাগান’খ্যাত অভিনেতা জাভেদ খান আমরোহি

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রয়াত অভিনেতা জাভেদ খান আমরোহি। প্রায় এক বছর ধরে শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন ৭৩ বছরের অভিনেতা। মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গিয়েছে ফুসফুস বিকল হওয়ার জেরে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পরিচালক রমেশ তলওয়ার জানান, ‘গত এক বছর ধরে আমরোহীজি শয্যাশায়ী ছিলেন। সূর্য নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। শেষরক্ষা হল না, আজ দুপুর ১টা নাগাদ দুটো ফুসফুসই বিকল হয়ে মৃত্যু হয় তাঁর'। 

২০০১ সালে ‘লাগান’ ছবির জন্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন জাভেদ। এ ছাড়াও তিনি ‘আন্দাজ আপনা আপনা’, ‘চক দে ইন্ডিয়া’, ‘ফির হেরা ফেরি’-র মতো ছবিতে অভিনয় করেছেন। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে তাঁর করা সুখলালের চরিত্রটি প্রশংসা কুড়িয়েছিল দর্শকের। এ ছাড়াও টেলিভিশনে কাজ করেছেন তিনি। তাঁর করা সিরিয়ালগুলির মধ্যে ‘মির্জা গালিব’ অন্যতম। কৌতুক অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অভিনেতা।


তাঁর সহ অভিনেতা অখিলেন্দ্র মিশ্র নিজের ফেসবুক প্রোফাইলে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, 'জাভেদ খান সাহেবের খবরে শোকস্তব্ধ। দুর্দান্ত অভিনেতা, অগ্রজ শিল্পী, এবং ইন্ডিয়ান পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য

পুনে এফটিআইআই থেকে স্নাতক হন জাভেদ। থিয়েটার থেকেই শুরু হয় তাঁর অভিনয় জীবন। ১৯৭০ সালের আইপিটিএ-র সক্রিয় সদস্য ছিলেন জাভেদ। কয়েক দশক ধরে প্রায় এক ডজন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ১৫০-র বেশি ছবিতে ছোট বড় চরিত্রে দেখা গেছে তাঁকে। তিনি প্রথম পরিচয় পেয়েছিলেন নুক্কড় ধারাবাহিকের বারবার করিম চরিত্রে। তিনি নজর কেড়েছিলেন আন্দাজ আপনা আপনা ছবিতে, রবিনা ট্যান্ডন অভিনীত চরিত্রটির ম্যানেজারের চরিত্রে দেখা যায় তাঁকে। এছাড়াও লগানে কমেন্টেটরের চরিত্রে ও চক দে ইন্ডিয়ায় উইমেন্স হকি টিমের সাপোর্টিং স্টাফের চরিত্রে নজর কাড়েন তিনি। এছাড়াও নব্বইয়ের জনপ্রিয় ছবি হাম হে রাহি প্যার কে, লাডলা, ইশক, সড়ক ছবিতে দেখা যায় তাঁকে। জাভেদ অভিনীত শেষ ছবি সড়ক টু। ২০২০ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। জাভেদ খান আমরোহির মৃত্যুতে শোক জ্ঞাপন করে বলিউড। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ জানান অনেকেই।

Journalist Name : Sampriti Gole

Related News