কলকাতা বইমেলা শেষ হতে না হতেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে বসছে বইমেলা

banner

#ePravati Sangbad Digital Desk:

সবে শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তার রেশ কাটতে না কাটতেই আবারও বইমেলার আয়োজন। এবার তমলুক শহরে বসছে বইমেলা। ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বইমেলা। ১২ ফেব্রুয়ারি রবিবার কলকাতা আন্তর্জাতিক বই মেলা শেষ হয়েছে। তার দু'দিনের মাথায় আবার বইমেলার আয়োজন তমলুক শহরে। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাম্রলিপ্ত বই মেলা। ভ্যালেন্টাইন্স ডে-র দিন বইপ্রেমীদের বইমেলা উপহার দিল তাম্রলিপ্ত বইমেলা কমিটি। 'বই পড়ি আনন্দে, জীবন গড়ি ছন্দে' এই থিমেই চতুর্থ বারের বইমেলা আয়োজন করল তাম্রলিপ্ত বই মেলা কমিটি। তমলুক শহরের এই বইমেলার উদ্বোধন করবেন প্রখ্যাত কথা সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী।

মঙ্গলবার বইমেলা উদ্বোধনের আগেই দুপুর দুটো থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ শহর পরিক্রমা হবে বইমেলাকে সফল করার উদ্দেশ্য নিয়ে। বইমেলা চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত বইমেলার স্টল গুলি খোলা থাকবে বইপ্রেমীদের জন্য। এই বইমেলায় গতবারের তুলনায় স্টলের সংখ্যা বেড়েছে। গতবার স্টলের সংখ্যা ছিল ৩৯ টি এবার তা বেড়ে হয়েছে ৫৩ টি। বইমেলার মঞ্চে প্রতিদিনই নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার রয়েছে। এছাড়াও বইমেলায় সাহিত্য সভা অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি শনিবার। বই মেলা কমিটির সম্পাদক বিধানচন্দ্র সামন্ত জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবারের মেলা আরও জমে উঠবে। এবারের বইমেলায় বই বিক্রির সংখ্যাও বাড়বে। কলকাতার নামিদামি বাংলা প্রকাশনীর পাশাপাশি ইংরেজি প্রকাশনীরও স্টল এই বইমেলায় রয়েছে। তাম্রলিপ্ত বইমেলা কমিটি আশাবাদী এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে অনেক বেশী সফলতা লাভ করবে।

Journalist Name : Sampriti Gole

Related News