Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

ত্বকের যত্নে মুলতানি মাটির চমৎকার টিপস

banner

#Pravati Sangbad Digital Desk:

আজকালকার দিনে নিজের সৌন্দর্য নিয়ে অর্থাৎ স্কিনের কেয়ার নিয়ে সব বয়সের নারীরাই খুব সচেতন। তবে অফিস ও সংসারের কাজের চাপে সবসময় পার্লারে গিয়ে নিজেকে সাজিয়ে তোলার সময় হয়না নারীদের, আবার অনেকক্ষেত্রে দেখা যায় পার্লারের খরচও হয় আকাশছোঁয়া। তাই সবদিক মাথায় রেখে চটজলদি আপনার ত্বকের গ্লো আনতে ব্যবহার করেই দেখুন মুলতানি মাটি। অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটির স্বাভাবিক ক্ষমতা রয়েছে ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার করার ও অতিরিক্ত তেল শোষণ করে নেওয়ার। এই মুলতানি মাটির জাদু চটজলদি ফিরিয়ে দেবে আপনার ত্বকের জেল্লাকে, দূর করবে ত্বকের কালচে দাগ ও ব্রণ। আপনি কি জানেন! আয়ুর্বেদ শাস্ত্রেও মুলতানি মাটির ব্যবহারের উল্লেখ আছে।
মুলতানি মাটি কীভাবে ব্যবহার করবেন ত্বকে  রইল  তার  টিপস:
চন্দন ও মুলতানি মাটির ফেসপ্যাক 
একটি বাটিতে ১ টেবিল চামচ মুলতানি মাটি নিন, তাতে ১ চা চামচ চন্দন পাউডার এবং পরিমাণমতো জল নিয়ে ঘন  একটি  মিশ্রণ তৈরি  করে নিন।  মিশনটি আপনার মুখে এবং গলায় লাগান।  ১৫ মিনিট পর শুকিয়ে গেলে   ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই  ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
নিম ও মুলতানি মাটির ফেসপ্যাক
একটি বাটিতে ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ নিমের গুঁড়া মিশিয়ে নিন। প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে  মিশ্রণ  বানিয়ে নিন। এই পেস্ট ত্বকে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট  পর শুকিয়ে গেলে  ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে ২ বার এই  ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
টক দই ও মুলতানি মাটির ফেসপ্যাক 
১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে  একটি মিশ্রন তৈরি করে ।  মিশ্রণটি  আপনার মুখে এবং গলায় লাগান  চাইলে হাতেও লাগাতে পারেন।    ২০ মিনিট পর   উষ্ণ গরম  জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

হলুদ ও মুলতানি মাটির ফেসপ্যাক
১ চা চামচ হলুদ গুঁড়ো নিন, ১ টেবিল চামচ মুলতানি মাটি এবং পরিমাণমতো জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিন।মিশ্রণটি আপনার মুখে লাগান।  ১৫ মিনিট  পর  শুকিয়ে গেলে মুখ  ঠান্ডা জল দিয়ে  ধুয়ে ফেলুন। সপ্তাহে  ১ বার এই প্যাকটি  ব্যবহার করতে  পারেন।
গোলাপজল ও মুলতানি মাটির ফেসপ্যাক 
২ চা চামচ মুলতানি মাটি নিয়ে তার সঙ্গে মেশান ২ চা চামচ গোলাপ জল। ভালো করে মিশিয়ে  মিশ্রণ  তৈরি করুন। তা মুখে  গলা  ও হাতে  লাগান।  ১৫  মিনিট পর  শুকিয়ে গেলে   ঠান্ডা জল দিয়ে  ধুয়ে  নিন। এই প্যাকের গুণে দূর হবে একনের  সমস্যা ।সপ্তাহে ২ বার এই প্যাকটি  ব্যবহার করতে  পারেন।
টমেটো ও মুলতানি মাটির ফেসপ্যাক 
টমেটোর ভিতরের অংশ কেটে জেল বের করে নিন। এবার  ২  চা চামচ  মুলতানি মাটির সঙ্গে   ৪ চা চামচ   টমেটোর  জেল  মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন । এবার মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর  ঠান্ডা জল দিয়ে  মুখ ধুয়ে  নিন। মিলবে উপকার।সপ্তাহে  ১ বার এই প্যাকটি  ব্যবহার করতে  পারেন।

Journalist Name : Susmita Das

Tags:

Related News