Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

প্রয়াত রাখি সাওয়ান্তের মা

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে হার মানলেন রাখি সাওয়ান্তের মা। শনিবার মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জয়া ভেদা। মা'কে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী রাখি। তাঁর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বি-টাউনের তারকারা।
গত ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন রাখির মা। বাড়িতেও চিকিৎসাধীন থাকতেন তিনি। ইদানিং মা কে দেখতে নিয়মিত হাসপাতালে যেতেন রাখি। রবিবার ভোরে একটি ভিডিও পোস্ট করেন বলিউডের মডেল অভিনেত্রী রাখি। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে অসুস্থ মায়ের পাশে মেঝেতে বসে অঝোড়ে কাঁদছেন রাখি। তিনি লেখেন, ‘আজ মাথার উপর থেকে মায়ের হাত সরে গেল। আর তো আমার হারানোর কিছুই রইল না। আমি তোমায় ভীষণ ভালবাসি মা। আমি সব হারালাম। এবার কে আমার ডাক শুনবে। কে জড়িয়ে ধরবে। কোথায় যাব, কী করব, কিছুই ভেবে পাচ্ছি না।’
রাখির মায়ের বিয়োগে দুঃখপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা জ্যাকি স্রফ। ইনস্টাগ্রামে রাখি ও তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। অভিনেত্রী রিধিমা পণ্ডিত, নিশা রাওয়াল, সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত-সহ অনেকেই জয়া ভেদার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। এই কঠিন সময়ে রাখিকে মানসিক ভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নিজের মায়ের অসুস্থতার কথা সকলকে জানিয়েছিলেন তিনি। বলেন, মা ব্রেন টিউমার ও ক্যানসারে (Cancer) আক্রান্ত। হাসপাতালে চিকিৎসা জারি রয়েছে। সেই সময় মারাঠি ‘বিগ বস’-এ অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেতেই শো ছেড়ে বেরিয়ে আসেন রাখি। এর মাঝে আদিলের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে জোর চর্চা হয় সংবাদমাধ্যমে। তবে মাঝেমধ্যেই মায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও সখনও মায়ের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন তিনি। কিন্তু কঠিন লড়াইয়টা আর জিতে ওঠা হল না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News