ত্বকের পরিচর্চায় বেছে নিন গাঁদা ফুল

banner

#Pravati Sangbad Digital Desk:

এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে ফুল ভালোবাসে না। যেকোনো পুজো বা অনুষ্ঠান ফুল ছাড়া সম্ভব নয়। এমনকি ত্বকের নানা সমস্যা থেকে রেহাই পেতে ফুলের খুবই কার্যকরী। এই শীতকালের মশরুমে আমাদের শরীরের টানটান অনুভূত হয়। আর এই শীতেই শরীর ও ত্বকের যত্নে এখন আরও বেশি মনোযোগ দেওয়া সব থেকে বেশি দরকার। শীতকাল মানেই চারিদিকে রঙ-বেরঙের নানা ধরণের ফুলের বাহার। তবে সব ধরণের ফুলেদের মধ্যে যার রাজত্ব সব জায়গায়, সেই ফুলটির নাম গাঁদা। এই ফুল হতে পারে আপনার রূপচর্চার উপকরণ। এই গাঁদা ফুলের ক্যালেন্ডুলা তেল থাকে, যা পরিপূরক বা বিকল্প চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয়। ক্যালেন্ডুলা তেলটিতে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষত নিরাময়ে সহায়তা করে, একজিমাকে প্রশ্রয় দেয় এবং ফুসকুড়ি থেকে মুক্তি দেয়, গাঁদা ফুলের মধ্যে গ্লাইকোপ্রোটিন এবং নিউক্লিওপ্রোটিন রয়েছে যা ত্বকের কোষ তৈরিতে সহায়তা করে, ত্বক উজ্জ্বল করে। এবার তাহলে জেনে নিন গাঁদা ফুলের কয়েকটি উপকারী ফেসপ্যাক:
গাঁদাফুল আর টক দইয়ের ফেস প্যাক
এক টেবিলচামচ  গাঁদাফুলের পাপড়ি বাটা , এক চাচামচ টক দই  আর এক চা চামচ গোলাপজল  একসঙ্গে  মিশিয়ে একটা মসৃণ পেস্ট করে নিন। মুখে লাগিয়ে    ২০ মিনিট  পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। বলিরেখা দূর করে ত্বকে তারুণ্যের ঝিলিক ফিরিয়ে আনতে এই প্যাকটি দারুণ ভালো কাজ করে। সপ্তাহে দু’বার লাগালেই তফাৎ বুঝতে পারবেন।
গাঁদাফুল আর মধুর ফেস প্যাক 
গাঁদা ফুলের পাপড়ি  পাপড়ি বাটা  নিন এক টেবিল চামচ  এক চা চামচ দুধের সর আর আধ চা চামচ মধু যোগ করুন। ভালোভাবে মিশিয়ে মুখে সমানভাবে লাগান।  ১৫ থেকে ২০ মিনিট রেখে তারপর  ক্লক ওয়াইজ  ঘষে ঘষে কিছুক্ষণ মাসাজ করুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দুধের সরের ল্যাকটিক অ্যাসিড গায়ের রং উজ্জ্বল করে। গাঁদাফুল ত্বকের টেক্সচার মসৃণ করে তোলে আর মধু ত্বক আর্দ্র রাখে, মুখে বয়সের ছাপও পড়তে দেয় না।

গাঁদাফুল আর বেসনের ফেস প্যাক
এক টেবিল চামচ গাঁদাফুলের বেটে নেওয়া পাপড়ি, এক চা চামচ বেসন, এক চা চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন। পরিষ্কার মুখে আর গলায় এই পেস্টটি লাগিয়ে  ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে তিনবার করলে ত্বক চোখে পড়ার মতো নরম, মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠবে।
গাঁদাফুল ও লেবুর ফেস প্যাক
গাঁদা ফুলের পাপড়ি বাটা দুই চামচ সাথে দুই চা  চামচ লেবুর রস  ভালো করে মিশিয়ে একটি  পেস্ট  তৈরি করে নিন । এটি  সারা মুখে ভালোভাবে লাগান।  তারপর    ২০ মিনিট  পর্যন্ত  অপেক্ষা করুন । তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন।  সপ্তাহে তিনবার এই ফেসপ্যাক টি ব্যবহার করুন ।গাঁদা ফুলের  এই ফেসপ্যাকটি  ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বকের লাবণ্যতা বাড়িয়ে তোলে।

Journalist Name : Susmita Das

Tags:

Related News