কাঁচের তৈরি প্রতিটি জিনিসের যত্ন নিন আজ থেকে

banner

#Pravati Sangbad Digital Desk:

কাঁচের জিনিসপত্র নতুন অবস্থায় দেখতে যতটা ভাল লাগে পরিষ্কার না রাখলে কিন্তু ক’দিন পরেই দেখতে ঠিক তততাই খারাপ লাগে। ইদানীং মোটামুটি সব বাড়িতেই দরজা-জানালা থেকে শুরু করে কিছু-কিছু বাসনপত্র এবং আসবাব, সবই কাচের। তার একটাই কারণ, দেখতে খুব সুন্দর লাগে কাচের জিনিস। কাঁচের জিনিস কেনার সময় যেমন চকচকে থাকে ব্যবহারের পর তেমন থাকে না। উপযুক্ত পরিষ্কারক দিয়ে পরিষ্কার না করার কারণেই উজ্জ্বলতা হারায়। পরিষ্কার করতে কিছু নিয়মও মানতে হবে-
রান্নায় ব্যবহৃত বাসন
রান্নার পর কাঁচের বাসনে তেল লেগে থাকে অনেক সময়। তা দূর করার জন্য, ঈষদুষ্ণ গরম জল সামান্য লেবুর রস মিশিয়ে কাঁচের বাসনগুলি ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। জল খুব গরম হলে বাসন ভেঙে যেতে পারে। এরপর তরল সাবান স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবারে লাগিয়ে বাসন মেজে নিন এবং জল দিয়ে ধুয়ে নিন। জল ঝরে যাওয়ার পর পরিষ্কার নরম তোয়ালে বা সুতির কাপড় দিয়ে বাসন মুছে রেখে দিন। এতে জলের দাগ বসবে না।
আয়নার কাঁচ পরিষ্কার করার পদ্ধতি
প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে বস্তুটি তা হল আয়না। আর এই আয়নায় সবচেয়ে বেশি ময়লা হয়ে থাকে। আয়না যতই মোছা হোক না কেন, দাগ পড়বেই। আপনি হয়তো সবচেয়ে দামি লিকুইড দিয়ে নিয়মিত আয়না পরিষ্কার করছেন। কিন্তু কোনো লাভই হচ্ছে না। সেই দাগ রয়েই যাচ্ছে। আর ঝকঝকে ভাব তো নেই বললেই চলে। খুব সহজে ঘরোয়া উপায়ে আয়নার এই দাগ পরিষ্কার করুন।
বাঙালির রান্নাঘরে এখন ভিনিগার সহজলভ্য। আয়নার কাচে ভিনিগার স্প্রে করে দিন। ফ্রেম বাঁচিয়ে স্প্রে করবেন। তারপর পুরনো কাগজ দিয়ে মুছে ফেলুন। ফল হাতেনাতে পাবেন। যেকোনো ধরনের কাঁচ পরিষ্কার করার জন্য নরম পাতলা পরিষ্কার কাপড় বেছে নিন। সপ্তাহে অন্তত একদিন লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করা করুন। লিকুইড ক্লিনার দিয়ে পরিষ্কার করে মোছার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। কাঁচের জিনিসপত্র পরিষ্কার করার ক্ষেত্রে ডিটারজেন্ট মেশানো জল কিংবা লিকুইড ক্লিনার ব্যবহার করুন।
চশমার কাচ কীভাবে পরিষ্কার রাখবেন
চশমার কাঁচ সাবান জল দিয়ে ধোবেন না। আপনি প্রতিদিন চশমা ব্যবহারের পর চশমা মোছার কাপড় দিয়ে চশমা মুছে ফেলুন। এতে প্রতিদিনের ময়লা বা দাগ উঠে যাবে। এরপর চশমা বাক্সে যত্ন করে তুলে রাখুন। না হলে চশমা মোছার জন্য এক ধরনের বিশেষ তরল পাওয়া যায়। আপনি সেই তরল দিয়েও চশমার কাচ পরিষ্কার করতে পারেন। তবে যখন আপনি চশমা ব্যবহার করছেন না, সেই সময়টা চশমা যত্ন করে বাক্সে তুলে রাখতে চেষ্টা করুন। এতে চশমা ভাল থাকবে।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News