Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

এক নয়া পদক্ষেপ ভারতীয় রেলের

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় গণপরিবহনের এক উন্নত মাধ্যম হলো রেল পরিষেবা। আর যত দিন যাচ্ছে ভারতীয় রেল সাধারণ মানুষের জন্য পরিবহনের একদম আরো উন্নত করার জন্য প্রতিনিয়ত পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় রেলের মাটিতে চলতে শুরু করেছে বন্দে ভারতের মতো দ্রুতগতির ট্রেনও। এবং এই উন্নতির স্বপক্ষে আমরা ধারণা করতে পারি যে ভবিষ্যতে আরো উন্নতি করবে এই ভারতীয় রেল পরিষেবা। কিন্তু এবার ভারতীয় রেল কর্তৃপক্ষ নিল এক নয়া পদক্ষেপ যা এক কথায় অনন্য। কি সেই পদক্ষেপ? চলুন জেনে নিই। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর এবার নাকি হাইড্রোজেন ট্রেন চলবে, ভারতের মাটিতে, আর তার ফলে দুটি সুবিধা, একটি হবে প্রকৃতিকে বাঁচানো এবং অপরটি হবে রেল পরিষেবায় উন্নতি। এর আগে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান জাপান ইত্যাদি দেশে এই হাইড্রোজেন ট্রেন আবিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করা হলেও ভারতের এই পরিকল্পনা এক নয়া পদক্ষেপ বলেই ধরে নেওয়া হচ্ছে। একটি দুটি নয়, একসঙ্গে ৩৫ টি হাইড্রোজেন ট্রেন ট্র্যাকে নামানো হবে বলেই ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ, এবং জানা যাচ্ছে এই রেলের উন্নতির স্বার্থে ২৮০০ কোটি টাকা ব্যয় করা হবে। তবে ভারতের এই বিশেষ পদক্ষেপ বিশ্বের চোখে এক অন্যতম বার্তা বহন করছে। ইতিমধ্যেই পরিকল্পনা বাস্তবায়িত করার ধৈর্য শুরু করে দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। যার প্রথম ধাপ হিসেবে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছেন, যে বৈঠকের মধ্যে উপস্থিত ছিল হিটাচি, কামিন্স, সিমেন্স ইত্যাদি। নির্মাতারাও নাকি বিশেষ আগ্রহ দেখিয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে কোন রুটে চলবে এবং কবে থেকেই চলবে এই হাইড্রোজেন ট্রেন বা সবুজ ট্রেন? তবে প্রথমেই পশ্চিমবঙ্গের রুট হিসেবে বলা যায় দার্জিলিং সহ আরও বিভিন্ন রুট। তবে যেহেতু এটা দেশের মধ্যে প্রথম প্রোটোটাই হাইড্রোজেন ট্রেন তাই এটি প্রথম পথ চলা শুরু হতে পারে জিন্দ - সোনিপথে। তবে চিন্তার কোন কারণ নেই চলতি বছরেই চলতে পারে এই নতুন হাইড্রোজেন ট্রেন। এমনটাই খবর ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News