এবার উড়ন্ত বাইক

banner

#Pravati Sangbad Digital Desk:

বাজারে এলো এক নতুন বাইক যা নাকি আকাশে উড়তে পারে। ৪০ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারবে এই বাইক। এবং ঘন্টায় ৬৮ মাইল পর্যন্ত গতিবেগে উড়তে পারবে এই বাইকটি। জাপানের স্টার্টআপ সংস্থা তৈরি করেছে এই বাইক। যার নাম এক্সট্রাক্সমো হেভার বাইক। এবং জাপানেই বিক্রি হচ্ছে এই বাইকটি। কিন্তু বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকার বাজারে এই বাইকটি বিক্রি করার পরিকল্পনা করছে যেটি হবে ২০২৩ সালে এই বাইকটির একটি ছোট সংস্করণ। এবং বর্তমানে এটি ডেট্রয়েডের একটি অটো শোতে প্রদর্শনও করা হয়েছে যার দাম ধরা হয়েছে ৭ লাখ ৭০ হাজার। তবে ডেট্রয়েড অটোর সহ-সভাপতি এ বিষয়ে এ বিষয়ে কিছু বক্তব্য পোষন করেছেন, তিনি বলে বলেছেন, তার মনে হচ্ছে তিনি ১৫ বছর বয়সী, এবং সবেমাত্র স্টারওয়ার্স থেকে বেরিয়ে এসে তাদের বাইকে লাফ দিয়েছেন। এবং এটি খুবই অসাধারণ মসৃণ এবং কোনরকম ঝাঁকুনি নেই। এবং যেকোনো ব্যক্তি এই বাইকটির মাধ্যমে খুবই আরামদায়কভাবে আকাশে উড়তে পারেন। তিনি খুবই উত্তেজনা পূর্ণভাবে বলেছেন যে তিনি আর অপেক্ষা করতে পারছেন না। তবে এই দামি বাইকটির পাশাপাশি ৫০০০০ ডলার মূল্যে আরেকটি হেভারবাইক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। হোভারবাইকগুলি এমনই যানবাহন যা, রানওয়ের প্রয়োজন ছাড়াই উড়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তবে এই ধরনের বাইকের প্রথম কল্পনা দিয়েছিল স্টার ওয়ার্স-এর মতো কল্পবিজ্ঞানের ক্লাসিক। জাপানে, এক্সটারেসমো একটি বিমান হিসাবে বিবেচিত হয় না। যার অর্থ, এই বাইকটি চালানোর জন্য অর্থাৎ আকাশে ওড়ানোর জন্য  জন্য মালিকদের কোন বিশেষ লাইসেন্সের প্রয়োজন হবে না।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News