বারাণসীর গঙ্গা আরতি এবার মহানগরী-তে

banner

#Pravati Sangbad Digital Desk:

বারাণসীর ধাঁচে এবার গঙ্গা আরতি হবে কলকাতায়। সব ঠিকঠাক চললে আগামী বৃহস্পতিবার কলকাতার বাজেকদমতলা ঘাটে এই উদ্যোগের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারাণসীতে গঙ্গা আরতি দেখেছিলেন মুখ্যমন্ত্রী। তাতে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিল তাঁকে। ফিরে এসেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতায় গঙ্গা আরতি শুরুর আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার থেকে সেই গঙ্গা আরতি শুরু করা সম্ভব হচ্ছে। ওই দিন বিকেল চারটে নাগাদ ১৫ জন পুরোহিতের উপস্থিতিতে শুরু হতে পারে এই গঙ্গা আরতি। অনুষ্ঠানের সূচনায় থাকবেন মুখ্যমন্ত্রী, মেয়র, মেয়র পরিষদ সহ শীর্ষনেতৃত্বরা। গঙ্গা আরতি–সহ একটি দেবী গঙ্গার মূর্তিও উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেই কোন ঘাটে গঙ্গা আরতি শুরু করা হবে তা নিয়ে সমীক্ষা করেছিল পুরসভা। কারণ এখানে শর্ত ছিল, ঘাটের সঙ্গে মন্দির থাকতে হবে। তাই নানা ঘাট ঘুরে বাজেকদমতলা ঘাটের কথাও ভাবা হয়েছিল। এখানে সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে। গঙ্গা আরতি থেকে পর্যটকদের নিরাপত্তা সবটাই করা হয়েছে। বাইরে থেকে আসা পর্যটকদের জন্য আগামী দিনে যাতে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় এই গঙ্গা আরতি তার জন্য সাজিয়ে তোলা হয়েছে।‌ বারাণসীর ধাঁচেই সব করা হয়েছে।

Journalist Name : Tamoghna Mukherjee

Tags: