মুক্তি পেল রণবীর-শ্রদ্ধার 'তু ঝুঠি ম্যায় মক্কার'

banner

#Pravati Sangbad Digital Desk:

ছবির জোরদার প্রচার চলছিল বেশ কিছুদিন ধরেই। রণবীর কপুর হোক বা শ্রদ্ধা দেশের বিভিন্ন প্রান্তে তাঁদের দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে। লভ রঞ্জন পরিচালিত রোমান্টিক কমেডি ছবি তু ঝুটি ম্যায় মক্কার হোলি উপলক্ষে ৮ মার্চ বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে রণবীর কপুর এবং শ্রদ্ধা কপুর অভিনয় করেছেন এবং সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন। তবে বক্স অফিস কালেকশন কী বলছে? কত হয়েছে প্রথম দিনে লক্ষ্মীলাভ? এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরুণ আদর্শ জানান, এই ছবি দেশজুড়ে 'পিভিআর'-এ ব্যবসা করেছে ১.৮২ কোটি টাকার, 'আইনক্স'-এ ব্যবসা করেছে ১.২০ কোটি টাকার। অন্যদিকে 'সিনেপলিস'-এ এই ছবি আয় করেছে ৭৬ লক্ষ টাকার। অর্থাত্‍ এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩.৭৮ কোটি টাকা। প্রথম সপ্তাহান্তে এই ছবি মোট ব্যবসার নিরিখে কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার।

শুরুর দিনে ছুটির আমেজে দর্শক তো দেখলেনই, এবার দেখার সপ্তাহান্তে সিনেমাটি কেমন ফল করে। 'পাঠান' বলিউডে একটি ব্লকবাস্টার ইনিংস দেওয়ার পরে, 'শেহজাদা' বা 'সেলফি' বক্স অফিসে তেমন ছাপ ফেলতে পারেনি। তবে 'তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবি থেকে দর্শকের প্রত্যাশা অনেকটাই বেশি। রণবীর-শ্রদ্ধা থেকে অন্যান্য কলাকুশলীরাও ছবির সাফল্যের বিষয়ে যথেষ্ট আশাবাদী। দমফাটা হাসির যে রসদ তাঁরা পর্দায় এনেছেন, তা দর্শক কতটা পছন্দ করেন সেটাই দেখার। অন্যদিকে, এক সংবাদ সংস্থা সূত্রে খবর মেলে, রণবীর কপূর বলেছেন, 'আমার চিরকালই ছবি পরিচালনা করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লেখক নই। আমার একটা ধারণা রয়েছে তবে আমি এখনও সেটা নিয়ে বিশেষ এগোতে পারিনি। অন্যদিকে ভারত প্রচণ্ড পরিবার কেন্দ্রিক। ফলে যখনই আমরা ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি কমেডি ঘরানার ছবি তৈরি করি - কত ধরণের দর্শক হলে আসেন দেখুন।' এরইসঙ্গে তিনি কথা বলেন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সুপারহিট 'ব্রহ্মাস্ত্র'-এর আগামী পর্বগুলো নিয়েও। তাঁর কথায় জানা যায় 'ব্রহ্মাস্ত্র ২' ও 'ব্রহ্মাস্ত্র ৩'-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। এই বছরের শেষের দিকে বা পরের বছর শুরুর দিকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এছাড়া তিনি এও জানান যে 'অ্যানিমল' মুক্তির পর মাস পাঁচেকের বিরতি নেবেন অভিনেতা। এই সময়টা পুরোই মেয়ে রাহার সঙ্গে কাটাতে চান তিনি। প্রসঙ্গত, আলিয়া ভট্ট ও রণবীর কপূর তাঁদের কন্যা সন্তানের জন্ম দেন ৬ নভেম্বর, ২০২২ সালে।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News