১ গোলে এগিয়ে গিয়েও জয় পেলো না এসসি ইস্টবেঙ্গল

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকাল গোয়ার জিএমসি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রথম জয় এসেও এলোনা, ইতিমধ্যে এসসি ইস্টবেঙ্গল এর নতুন কোচ হিসেবে গোয়ায় পদার্পণ করেছেন মারিও রিভেরা। আইএসএল এর কোভিড নিয়ম বিধির জন্য মারিও রিভেরা কে কিছুদিন আইসোলেশন এ থাকতে হবে। সেই কিছুদিন ইস্টবেঙ্গল এর সহকারী কোচ হিসেবে দলকে পরিচালনা করবেন রেনেডি সিং। এর ফলে গতকাল রেনেডি সিং তার দলকে নিয়ে খেলতে নেমেছিলেন ব্যাঙ্গালোরের বিরুধ্যে।
ইস্টবেঙ্গল আইএসএল এর লিগ টেবিলে লাস্ট বয় হিসেবে ১১ নম্বর স্থান অধিকার করে রয়েছে এবং ব্যাঙ্গালোর এফসি গতকালের ড্রয়ের পর ৮ নম্বরে অবস্থান করছে,ব্যাঙ্গালোর এফসির কোচ মার্কো পেজ্জাইউলিও তার তার দলকে ৩-৪-৩ ছকে সাজিয়েছিল, তাদের দলে ডিফেন্সে ছিল আলেন, নাওরেম্ রোশান সিং, পরিবর্তীত হয়ে আসা প্রতীক চৌধুরী, মিডফিল্ডে ছিলেন উদান্ত সিং, আশিক কুরুনিয়ান, ব্রুনো এডগার ও আক্রমণে ছিলেন সেলিটন সিলভা, জয়েস রানে, পরিবর্তীত হয়ে আসা সুনীল ছেত্রী।
 ইস্টবেঙ্গলের সহকারী কোচ রেনেডি সিং তার দলকে একদমই নতুন সাজে সাজিয়ে ছিল, তাদের নতুন ছক ছিল ৪-১-৪-১। তাদের ডিফেন্সে ছিল হীরা মণ্ডল, আদিল খান, জয়নের ও টমিশ্লাভ, তাদের মিডফিল্ডে ছিল সৌরভ দাস, হাওকিপ, অঙ্গসানা, নাওরেম সিং ও তাদের আক্রমণে ছিল ড্যানিয়েল চিমা।
প্রথমার্ধে খেলা শুরু হওয়ার সাথে সাথে ব্যাঙ্গালোর এফসি মাঝ মাঠ ও ডান দিক দিয়ে ক্রমাগত প্রেস ও উইং প্লে দিয়ে কাউন্টার এটাক এর মাধ্যমে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে দিশাহারা করে দিচ্ছিল। প্রথম ১৫ মিনিট খেলা হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল খেলার মধ্যে ফিরে আসে এবং তারাও একে একে আক্রমণ করতে থাকে ব্যাঙ্গালোরের গোল মুখে।

২৮ মিনিটের মাথায় এসসি ইস্টবেঙ্গল একটি ফ্রি কিক পায় এবং তাদের প্রথম গোলটি আসে সেট পিস থেকে, অঙ্গুসানা সেই ফিক একটি নেন এবং তার সেই ভাসানো বল কে ব্যাঙ্গালোরের পেনাল্টি বক্সে থাকা ইস্টবেঙ্গলের হাওকিপ একটি অত্যন্ত সুন্দর হেড এর মাধ্যমে ব্যাঙ্গালোরের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু কে পরাজিত করে প্রথম গোলটি ছিনিয়ে আনে তারা। তারপর ব্যাঙ্গালোর এফসি অনেকগুলি আক্রমণ করেছিল কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। তাদের দলের এডগার, সেলিতন সিলভা ও  ইবারা প্রথমার্ধে অনেকবারই চেষ্টা করেছেন তাদের দলকে সমতায় আনার কিন্তু তারা ব্যর্থ হয়েছেন।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয় এবং ইস্টবেঙ্গল আরো আক্রমণাত্মক হয়ে যায়, একের পর এক তারা আক্রমণ চালিয়ে যাও ব্যাঙ্গালোরে গোলমুখে এবং ব্যাঙ্গালোরের ডিফেন্স লাইন শক্তিশালী হওয়ায় তাদের দলের দ্বিতীয় গোলটি তারা পায়নি। ৫৫ মিনিটে খেলা চলাকালীন ব্যাঙ্গালোরের উদান্ত সিংহ একটি ক্রস বারান ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে, সেই বলটিকে ভুলবশত ইস্টবেঙ্গল এর ডিফেন্সিভ মিডফিল্ডার সৌরভ দাস নিজেদের গোললে বলটিকে এগিয়ে দেয়, এবং ব্যাঙ্গালোর এফসি সমতায় ফিরে আসে। এরপর দুই দলই একে অপরের গোলমুখে অনেকগুলি আক্রমণ করেছিল কিন্তু জয়ের জন্য তাদের যে গোলটি দরকার ছিল সেই গোলটি তারা পাননি এবং ম্যাচ ড্র হয়েছে।

Journalist Name : Tamojoy Shrimany

Related News