গাছের দাম লাখ টাকা! জানেন কি কোন সেই গাছ

banner

#Pravati Sangbad Digital Desk:

নিজস্ব সংবাদদতা: আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীর সবচেয়ে দামি কাঠের মধ্যে অন্যতম হল চন্দন গাছের কাঠ৷ যা সাধারণত কেজি পিছু ৭-৮ হাজার টাকাতে বিক্রি হয়৷ কিন্তু কাঠের এককেজির দাম ৭-৮ লক্ষ টাকা, এমনটা দেখেছেন কোনদিন?  

 এই ধরনের গাছ পৃথিবীতে বিরলতম হিসাবে চিহ্নিত করা হয়, সেই কারণেই এগুলির দাম এমন আকাশছোঁয়া৷ অন্য সমস্ত গাছের তুলনায় এই গাছের সংখ্যা অত্যাধিক কম, আর সেই কারণেই এগুলির চাহিদা এত বেশি৷  

আফ্রিকান ব্ল্যাক উড নামের এই বিশেষ প্রকার গাছের উচ্চতা হয় গড়ে ২৫-৪০ ফুট৷ পৃথিবীর ২৬টি দেশে এই গাছের সন্ধান মেলে৷ মূলত আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চল ও দক্ষিণে এই গাছের প্রাধান্য বেশি৷

 তবে এই গাছ পুরোপুরি বড় হতে সময় নেয় মোট ৬০ বছর৷ কেনিয়া, তানজানিয়ার মতো দেশে এই গাছের অত্যাধিক উপস্থিতি দেখা যায়৷ কাঠ চোরাচালানকারীরা এই গাছের জন্য সাধারণত অনেক কাঠখড় পোড়ান ওই অংশে৷ বিপুল পরিমাণে এই গাছ কাটার জন্য এটির সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে৷


Journalist Name : Ashapurna Das Adhikary

Related News