HIDCO এর নতুন ফ্ল্যাট নিউটাউনে! শুরু হচ্ছে লটারি প্রক্রিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

নিজস্ব সংবাদদাতা: আধুনিক ব্যবস্থা সম্পন্ন সস্তা ফ্ল্যাট এবার নিউটাউনে। হিডকোর তরফে ৫৪টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। HIG এবং MIG প্লটের এই ফ্ল্যাটগুলির জন্য লটারি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আবেদন জমা নেওয়াও শুরু করে দিয়েছে হিডকো কর্তৃপক্ষ।  কী ভাবে করবেন আবেদন?

হিডকোর তরফে জানানো হয়েছে, HIG এবং MIG গ্রুপের এই প্লটগুলিতে চার থেকে ছয়টি কোটা সংরক্ষিত থাকছে পুলিশ এবং রাজ্য কর্মচারীদের জন্য। টাইপ-১

আবাসন সংরক্ষিত রাখা হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য। বাকিদের জন্য টাইপ-২। কর্নার প্লট নিতে গেলে লিজ প্রিমিয়ামের উপর বাড়তি ১০ শতাংশ চার্জ দিতে হবে। ৯৯ বছরের লিজ প্রিমিয়াম চুক্তি হবে লটারি বিজেতা এবং হিডকোর মধ্যে।

এছাড়াও EWS ফ্ল্যাটও রয়েছে নিউটাউনে। হিডকোর তরফে ৮০টি এমন ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। নিউটাউনের অ্যাকশন এরিয়া ১এ-তে তারুলিয়া কমপ্লেক্সে মিলবে এই EWS ফ্ল্যাটগুলি। এগুলির জন্যও লটারির ব্যবসথা রয়েছে।

*কী ভাবে লটারির জন্য আবেদন করবেন?* 

হিডকোর এই সস্তা অথচ অত্যাধুনিক ফ্ল্যাটের লটারিতে অংশ নিতে গেলে প্রথমেই যেকে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। https://www.wbhidcoltd.com/ ওয়েবসাইটে ক্লিক করে পৌঁছতে হবে HIDCO Lottery Scheme বিভাগে। প্রথমবারের ইউজার হলে একবার রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এর জন্য প্রয়োজন ইমেইল আইডি, মোবাইল নম্বর, নাম, ঠিকানা ইত্যাদি। এর পর একে একে সমস্ত তথ্য দিতে হবে ওয়েবসাইটে। প্রয়োজনীয় নথি আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

**কী ভাবে দেখবেন লটারির রেজাল্ট?*

হিডকোর অফিসিয়াস ওয়েবসাইট কিংবা পোর্টালে গিয়ে WBHIDCO রেজাল্ট উইথড্র লিখে সার্চ করলেই বেরিয়ে আসছে সংশ্লিষ্ট বিজেতার তথ্য। এরপর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফ্ল্যাটের পজেশন নেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে হবে।

এছাড়াও নিউটাউনেই সুলভে ফ্ল্যাট ভাড়া দিচ্ছে হিডকো (HIDCO)। সদ্যই উদ্বোধন হয়েছে 'স্মার্ট কানেক্ট' প্রজেক্ট (Smart Connect Project)। ৫৩ হাজার স্কোয়্যার ফিটের উপর ২ একর এলাকা জুড়ে তৈরি এই প্রজেক্টে চোখ ধাঁধানো অত্যাধুনিক ফ্ল্যাট ভাড়া মিলছে। কো-লিভিং (Co Loving Flats) স্পেসের এই সিঙ্গল রুম ফ্ল্যাটগুলি ভাড়া নিতে পারবেন আপনিও।

Journalist Name : Ashapurna Das Adhikary

Related News