জেনে নিন চুলের যত্নে কালো জিরে এবং মেথির গুণ, শুধু তাই নয় স্বাস্থ্যসম্মতভাবে পাকা চুল কালো করতেও এই দুটি উপাদানের অবদান অনস্বীকার্য

banner

#Pravati Sangbad Digital Desk:

বয়স হলেই চুল পাকবে এটা সাধারণ। কিন্তু এখন অল্প বয়সেই চুলে পাক ধরে যাচ্ছে। আর সেই জন্য আমরা নানা ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করি, সেই সাদা চুল লুকানোর জন্য।

 আবার এই এত অল্প বয়সে চুল পাকবেই বা কেন তারও কারণ হচ্ছে এই কেমিক্যাল। সাধারণত আমরা নানা ধরনের কেমিক্যাল চুলে ব্যবহার করি, যা স্বাস্থ্যসম্মত নয়। আর ঠিক সেই কারণেই অল্প বয়সে আমাদের চুল পেকে যায়।

 তাহলে চুল পেকে গেলে বাজার থেকে কেনা প্রোডাক্ট কি আর ব্যবহার করবো না? তাহলে সাদা চুল গুলো লুকাবো কি করে? এই প্রশ্নটাই তো জাগছে মনে? অবশ্যই উপায় আছে স্বাস্থ্যসম্মত এবং কেমিক্যাল ছাড়া এমনই কিছু উপাদান আছে, যা আমাদের চুল শুধু কালোই করবে না, চুলের জন্য খাদ্য হিসেবেও কাজ করবে এই উপাদানগুলি।

কালো জিরে এবং মেথির নাম তো অবশ্যই শুনেছেন। আর এগুলো আমরা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি। কিন্তু জানিয়ে রাখি শুধুমাত্র রান্নাতেই নয় কালোজিরা এবং মেথি আমাদের চুলের পক্ষেও কিন্তু খুবই উপকারী।

আর তার জন্য কালো জিরে আর মেথি দিয়ে একটা তেল বানিয়ে নিতে হবে। তারপর সেই তেলটিকে মাথায় ব্যবহার করতে হবে। কিন্তু কি করে তৈরি করবেন এই তেল? 

তার জন্য মেথি এবং কালোজিরা কে শুকনো অবস্থায় গুড়ো করে নিতে হবে, আর তারপর ওটাকে একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে নারকেল তেল বা সরষের তেল দিয়ে, সাথে কিছুটা ক্যাস্টর অয়েল মিশিয়ে পাত্রের মুখ আটকে সূর্যের আলোয় রেখে দিন ২-৩ সপ্তাহের জন্য।

মনে রাখবেন মাঝেমাঝে একটি চামচের সাহায্যে মিশ্রণটি নেড়ে দিতে হবে।

তারপর ২-৩ সপ্তাহ হয়ে গেলে একটি পাতলা কাপড়ের সাহায্যে তেলটি ছেঁকে নিন, এবং পরিশুদ্ধ তেলটি মাথায় ব্যবহার করুন।

কালোজিরার মধ্যে রয়েছে ইনফ্লামেটরি গুণ, যা প্রাকৃতিকভাবেই চুলের যত্ন নিতে অন্যতম একটি উপাদান।

এছাড়া কালো জিরে আমাদের চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। 

২-৩ সপ্তাহ ব্যবহার করার পর লক্ষ্য আপনার চুলের তফাৎটা আপনি নিজেই লক্ষ্য করুন।



Journalist Name : Joly Pramanick

Related News