এক নজরে দেখে নিন কোন কোন রাজ্যে রয়েছে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা

banner

#Pravati Sangbad Digital Desk:

বদলাতে চলেছে আবহাওয়া। গত শুক্রবার থেকেই আকাশের অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। এই বিষয়ে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।

পূর্ব দিন অর্থাৎ শুক্রবার রাতেই দেখা গিয়েছে বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হওয়া হয়েছে।

আবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং উত্তরের কিছু জেলায় বৃষ্টিও হয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ বেশ মেঘলা।

তবে হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি মালদহ এবং দুই দিনাজপুরে। তবে কলকাতায় এখনো পর্যন্ত সেরকম কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারে কলকাতাবাসি।

তবে মার্চাসের শুরু থেকেই কলকাতাই তাপমাত্রার পারদ উঠতে শুরু করেছে। আবহাওয়া সূত্রে খবর শনিবার , অর্থাৎ আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং পরবর্তী কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনো হেরফের হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।

তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দশটি জেলায় সাথে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে কলকাতাবাসী এই বিষয়েও নিশ্চিন্ত থাকতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।   

Journalist Name : Joly Pramanick

Related News