কালার করা চুল কিভাবে যত্ন নেবেন

banner

#Pravati Sangbad Digital Desk:

চুলে রং করা এখন ট্রেন্ডিংয়ে চলছে। ছেলে মেয়ে সকলেই করাচ্ছে তাদের চুলে নানা রকমের রং। মেয়েরা সাধারণত চুলে হেনা লাগিয়ে থাকে, যার কারণে মেয়েদের চুলে হালকা বাদামি রঙের শেড দেখতে পাওয়া যায়। শুধু তাই নয় আলাদা করে বাজার থেকে কিনে নিয়ে আসা নানা ধরনের রংও লাগিয়ে চুলের কালার চেঞ্জ করা হয়। যার মধ্যে পড়ে সবুজ এবং পার্পলও। সেসব তো ঠিক আছে। বাইরে থেকে কালারিং চুল আমরা সকলেই পছন্দ করি আর সেই কারণেই চুলে করিয়ে থাকি এইসব কালার। কিন্তু আদতে আমাদের চুলের ক্ষতি হচ্ছে। তাই বলে কিছু লেখা কালার করানো যাবে না? কালার অবশ্যই করানো যাবে কিন্তু তার সাথে সাথে নিতে হবে চুলের যত্ন। তাই যারা চুলে কালার করিয়ে থাকেন,এবং সেই সমস্ত কালার যাতে বেশি দিন টিকে থাকে, এবং চুলের যেন কোনো রকম ক্ষতিও না হয়, সেই দিকে নজর রাখতে অবশ্যই নিচে দেওয়া টিপস গুলি ফলো করুন- 

১. আপনি কি আপনার চুল চকচকে দেখানোর জন্য সপ্তাহে সাত দিনই শ্যাম্পু করেন? আর তাছাড়াও আপনার চুলে কালার করানো থাকলে সাত দিন তো একেবারেই শ্যাম্পু করা যাবে না। তার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করুন এবং যাদের চুলে কালার করানো আছে তাদের জন্য আলাদা করে বাজার থেকে মাইন্ড শ্যাম্পু কিনতে পাওয়া যায়, অবশ্যই তারা সেই শ্যাম্পু টিই ব্যবহার করুন। কারণ সেই শ্যাম্পুঁটির ব্যবহারের কারণে কালার করা চুলে আলাদা একটা পুষ্টি মেলে। আর অবশ্যই শ্যাম্পু করার পর চুলের কন্ডিশনার ব্যবহার করুন। তাতে চুল নরমও থাকে এবং চুল আলাদা রকমের পুষ্টি পায়।
২. অবশ্যই মনে রাখতে হবে শ্যাম্পু করার আগের দিন হালকা গরম নারকেল তেল চুলের গোড়ায় মাসাজ করতে হবে। এছাড়া যাদের চুলে কালার করা আছে তাদের চুলের রুক্ষতা দূর করতে অবশ্যই নারকেল তেল একটি গুরুত্বপূর্ণ উপাদান।তাই চুলের রুক্ষতা দূর করতে নিয়মিত মাথায় তেল ব্যবহার করুন। 
৩.কি ভাবছেন তেল শ্যাম্পু আর কন্ডিশনার এই শেষ? কালার করা চুলের যত্ন নিতে হেয়ার মাস্ক এবং হেয়ার সিরামও খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তাই স্নান করার আগে সপ্তাহে দুই থেকে তিন দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন এবং স্নান করার পরে হালকা ভেজা চুলে হেয়ার সিরামও ব্যবহার করুন। এইগুলি আমরা সাধারণত কালার না করা চুলেও ব্যবহার করতে পারি।কিন্তু অবশ্যই এই টিপসগুলি তারা ফলো করুন যাদের চুলে কালার করানো আছে। তাদের চুলের যত্ন নিতে এবং চুলে কালার খুব বেশি দিন টেকানোর জন্য উপায় গুলি অবশ্যই ফলো করবেন।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News