কিসমিস জলের মধ্যে আছে কি কি গুন

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রত্যেকেরই ব্যাংক একাউন্ট আছে। আর এটা থাকাটাই এখন স্বাভাবিক। কিন্তু আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আপনার ব্যবহার করা মোবাইল নম্বরটি কি লিংক আছে? না থাকলে এখনই করিয়ে নিন কারণ ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা পড়ছে কত টাকা তোলা হচ্ছে এছাড়াও গুরুত্বপূর্ণ ওটিপি সবকিছুই আসবে আপনার ব্যবহার করা মোবাইল নম্বরটিতে। তাই ব্যাংক একাউন্টের সাথে মোবাইল নম্বরটি অবশ্যই যুক্ত করুন। আর যদি আগের থেকেই লিংক করা থাকে তাহলে তো খুব ভালো কিন্তু সমস্যায় পড়ি তখন,আমরা যখন আমাদের ব্যবহার করা মোবাইল নম্বরটি আমরা পাল্টে ফেলি। তখন আবার ব্যাংকে গিয়ে আপনার নতুন মোবাইল নম্বরটি যুক্ত করার জন্য লম্বা লাইনেও দাঁড়াতে হয় আপনাকে। কিন্তু হাতে তো সময়ও নেই,আর অত ধৈর্যও নেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার। তাহলে তাহলে কি আপনার নতুন মোবাইল নাম্বারটি ক্লিক করা যাবে না আপনার ব্যাংক একাউন্টের সাথে? তাহলে এবার জেনে নিন ব্যাংকে না গিয়েও কিভাবে বদলানো যাবে মোবাইল নাম্বার।

আর বাড়িতে বসেই যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা পুরনো নম্বরটি পাল্টে ফেলে নতুন মোবাইল নম্বরটি যুক্ত করতে চান তাহলে প্রথমেই আপনাকে http://www.onlinesbi.comএখানে লগইন করতে হবে। আর তার পর 'মাই অ্যাকাউন্টেস'-এর গিয়ে 'প্রোফাইল' অপশনের ভিতরে 'পার্সোনাস ডিটেলস'-এ গিয়ে চেঞ্জ মোবাইল নম্বর অপশনে যেতে হবে। সেখানেই পাওয়া যাবে মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ। মোবাইল নম্বর পরিবর্তনের জন্য একটি পৃথক পেজ খুলে যাবে। সেখানেই প্রয়োজনীয় তথ্য দিলে পরিবর্তন হবে নম্বর। আর আপনি যদি আপনার ব্যাংকের এটিএম এর সাহায্যে মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান, তাহলে এটিএম এ গিয়ে এটিএম কার্ড টি প্রথমে পাঞ্চ করতে হবে। যেমন ভাবে আমরা টাকা তোলার সময় করে থাকি। তখনই স্ক্রিনে বেশ কিছু অপশন ভেসে উঠবে, আর সেখান থেকেই আপনি সিলেক্ট করে নেবেন মোবাইল নম্বর রেজিস্ট্রেশন অপশনটি। আর সেই অপশনে যাওয়ার পরই পুরনো মোবাইল নম্বরটি দিয়ে যাচাই করে নিতে হবে। এরপর আসবে নতুন মোবাইল নম্বর এন্টার করার সুযোগ। তখনই আপনি দাবিয়ে দেবেন আপনার নতুন মোবাইল নম্বরটি। এবং তা যাচাই করার সুযোগও আসবে আপনার কাছে ওটিপির মাধ্যমে। নতুন এবং পুরনো দুটি নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে দিলেই আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আপনার নতুন মোবাইল নম্বরটি লিংক হয়ে যাবে।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News