ত্বকের জেল্লা বাড়াতে বানিয়ে ফেলুন ফেসপ্যাক

banner

#Pravati Sangbad Digital Desk:

ত্বকের সমস্যার জর্জরিত সকল মেয়েরাই। বিশেষ করে ব্রণের সমস্যায় বলছেন বিশ্বের বহু নারী। আর তার জন্য বিভিন্ন রকম প্যাকও ব্যবহার করে থাকেন ত্বকের জেলা বাড়াতেও। সব রকম প্যাক ব্যবহার করার পর নাজেহাল আপনি, তবুও বাড়াতে পারছেন না ত্বকের জেল্লা। সঙ্গে যাচ্ছেও না ব্রোনোর সমস্যা। তাহলে আপনার জন্য চলে এসেছে এক নতুন ঘরোয়া উপায়। ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিন এই ফেসপ্যাক। আর তার জন্য প্রথমে সবজির ঝুড়ি থেকে আপনাকে নিয়ে নিতে হবে একটি ছোট্ট করলা সাথে এক টুকরো শসা। তারপর দুটোরই খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিন একসাথে তারপর একটি পাতলা কাপড় থেকে বার করে নিন তার রস। সঙ্গে সঙ্গে আপনার মুখেও লাগিয়ে নিন সেই রস। অপেক্ষা করুন শুকানো পর্যন্ত। আর শুকিয়ে গেলেই ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এরকম ব্যবহার করলেই আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার ত্বকের পরিবর্তন। শুধু তাই নয়, করোলার সাথে ডিমের কুসুম ও দৈর্ঘ্য বানিয়ে ফেলতে পারেন এক চমৎকার প্যাক। আর তার জন্য প্রথমে করলার খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে, আর তারপর তার সঙ্গে মিশিয়ে নিই ডিমের কুসুম এবং টক দই। তৈরি হয়ে গেলেই মুখে আরামসে লাগিয়ে নিতে পারেন এই নতুন ফেসপ্যাক। তারপর আর কি, ভালো করে ধুয়ে নিন। আর এভাবেই করতে থাকুন সপ্তাহে;২-৩ দিন।

আপনার জন্য রয়েছে আরও এক চমৎকার ফেসপ্যাক। আর তার জন্য আপনি একটি করলার সাথে গাছ থেকে পেড়ে আনা নিমপাতা এবং হলুদ মিশিয়ে তৈরি করে নিতে পারেন এই ফেসপ্যাকটি। কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে মুখে লাগিয়ে নিন। এবং বাকি দুটোর মত এটা কেউ মুখে লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলেই মিলবে উপকার। আর বাকিগুলোর মত ভাল ফল পেতে চাইলে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন এই ফেসপ্যাকটি। এছাড়াও আপনার জন্য আছে এক অন্যরকম ফেসপ্যাক। যেখানে আপনি একটি করলার সাথে কমলালেবু নয় কমলালেবুর খোসা দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ ফেসপ্যাকটি। আর তার জন্য করলার খোসা ছাড়িয়ে নিয়ে কমলালেবুর খোসার সাথে একসাথে ব্লেন্ড করে নিন। আর তার সাথে মিশন এক টুকরো পাতি লেবুর রস। এরপর ভালো করে মিশিয়ে নিন এই ফেস প্যাকটি। এরপর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলেই মিলবে উপকার।
আপনার ঘরে কি দুধ, নিমপাতা আর তুলসী পাতা সব কটাই আছে? তাহলে এখনই করোলার সাথে এই সব কটি উপাদান মিশিয়ে নিন। অবশ্যই বেটে নেবেন। আর তারপরেই এই ফেসবুক টি আপনার মুখে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে নিন। এইভাবে সপ্তাহে ২-৩ দিন লাগালে মিলবে দারুন উপকার। তাহলে জেনে নিলেন তো আপনার মুখের এবং ত্বকের জেল্লা বাড়াতে ঠিক কোন কোন ফেসপ্যাক আপনাকে ব্যবহার করতে হবে। এর মধ্যে যেটি আপনার সুবিধা এবং আপনার ঘরে অবশিষ্ট আছে যে উপাদানগুলি, সেগুলি দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন এর মধ্যে যেকোনো একটি ফেসপ্যাক। আর তারপর সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন মিলবে দারুন উপকার। দুধ, নিম, তুলসি ও করলা দিয়ে প্যাক বানান। এক সঙ্গে নিমপাতা ও তুলসি পাতা বেটে নিন। এবার করলা খোসা ছাড়িয়ে নিন। তা ব্লেন্ড করে নিন। এবার নিমপাতা, তুলসি পাতা ও করলা বাটা নিন। মেশান দুধ। ভালো করে মিশিয়ে নিন। এবার প্যাক বানিয়ে নিন ভালো করে। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News