কন্যাশ্রী এবার সেলুলয়েডের পর্দায়,মমতার ভূমিকায় কনিনীকা

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রথমে ‘বাঘিনী’, আর এবার ‘সুকন্যা’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি অবলম্বনে ফের ছবি হচ্ছে বড়পর্দায়। এবার কন্যাশ্রী প্রকল্পকে আশ্রয় করেই বোনা হচ্ছে সুকন্যা ছবির গল্প। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি মায়া চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। কণীনিকা যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে সাদা শাড়িতে দেখা গিয়েছে। মুখে একেবারে হালকা মেকআপ। মমতার চরিত্রে অভিনয় করলেও, ছবিতে কণীনিকার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করছেন শাসকদলের সাংসদ শান্তনু সেনও। পুলিশের ডিজি-র ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছর এপ্রিল মাসে। কনীনিকা জানান, বাঘিনী ছবিটিতেও মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব তাঁর কাছেই এসেছিল। কিন্তু সে সময় সেটা তাঁর করে ওঠা হয়নি। তাই এবারে সুকন্যা ছবির প্রস্তাব পেয়ে আর না করেননি কনীনিকা। অভিনেত্রী নিজে ভবানীপুরের মেয়ে। ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের সঙ্গে পরিচিত তিনি। তাঁর স্পষটবাদিতা মুগ্ধ করে, মন্তব্য কনীনিকার। নিজেকে দিদির ঘনিষ্ঠ বলতে নারাজ তিনি। অভিনেত্রী স্পষ্ট বলেন, তিনি শিল্পী। কোনো রাজনৈতিক দলের রঙ তাঁর গায়ে নেই। রাজনীতিতে আসারও ইচ্ছা নেই।

জানা গিয়েছে, শুধুমাত্র ‘কন্যাশ্রী’ প্রকল্প-ই নয়, ‘সুকন্যা’ সিনেমার বড় অংশ জুড়ে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-সংগ্রামও। কেমন হবে এই ছবির গল্প?২০০৬ সালে সিঙ্গুর জমি আন্দোলনের সময় বিরোধী দলনেত্রীর আন্দোলনে শামিল হয়েছিলেন দুর্গার বাবা। এরপর একদিন হঠাৎ করেই উধাও হয়ে যান তিনি। এর পর রাজ্যে পালাবদল, দিদির সরকার গঠন। এবং মমতার প্রকল্পের ছত্রছায়ায় দুর্গার বেড়ে ওঠা। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এর আগে টলিউডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ‘বাঘিনী’। সেই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। কনীনিকাকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছে ‘প্রজাপতি’ ছবিতে। ‘আয় তবে সহচরী’ শেষ হওয়ার পর আপতত ছোট পর্দা থেকে অনেক দূরে অভিনেত্রী।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News