কলকাতায় রঞ্জি ট্রফির দ্বৈরথ

banner

#Pravati Sangbad Digital Desk:

ইডেন গার্ডেন্সে চলছে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা-সৌরাষ্ট্র লড়াই। দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ছিল সৌরাষ্ট্র। তৃতীয় দিন ম্যাচে ফেরার লড়াই বাংলার। বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে লড়াইয়ে ফিরতে পারে বাংলা। ইডেনে রঞ্জি ট্রফি ফাইনালের তৃতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। যদিও সৌরাষ্ট্রের লিড ২০০-র মধ্যে রাখতে ব্যর্থ বাংলার বোলাররা। প্রথম ইনিংসে সৌরাষ্ট্র ২৩০ রানে এগিয়ে থাকল বাংলার চেয়ে। বাংলার ১৭৪ রানের জবাবে সৌরাষ্ট্র এদিন থামল ৪০৪ রানে। বাংলার লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব সৌরাষ্ট্রর ব্যাটারদের ফিরিয়ে দেওয়া। তার পরে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলে সৌরাষ্ট্রকে চাপ ফেলতে হবে। আর দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র যখন রান তাড়া করতে নামবে, তখন বাংলার দেওয়া টার্গেটের আগেই মুড়িয়ে দিতে হবে জয়দেব উনাদকাটদের। 
প্রথম ইনিংসে অল-আউট সৌরাষ্ট্র
বাংলার ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪০৪ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২৩০ রাবের বিরাট লিড পেয়ে যায় সৌরাষ্ট্র। ১০৯.৬ ওভারে ইশান পোড়েলের বলে পরিবর্ত ফিল্ডার সফির হাতে ধরা পড়েন ধর্মেন্দ্র সিং জাদেজা। ৩৮ বলে ২৯ রান করেন তিনি। পার্থ অপরাজিত থাকেন ১৪ রান করে। মুকেশ কুমার ১১১ রানে ৪ উইকেট দখল করেন। ৩টি করে উইকেট নেন আকাশ দীপ ও ইশান পোড়েল।
প্রথম দিনের স্কোর
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। শাহবাজ আহমেদ ৬৯ ও অভিষেক পোড়েল ৫০ রান করেন। ৩টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া। পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮১ রান তোলে।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে মোটে ৩টি উইকেট হারায় সৌরাষ্ট্র। বাংলার ১৭৪ রানের জবাবে তারা দ্বিতীয় দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তোলে। হার্ভিক দেশাই ৫০ ও শেল্ডন জ্যাকসন ৫৯ রান করে আউট হন। অর্পিত বাসবদা ৮১ ও চিরাগ জানি ৫৭ রান করে নট-আউট থাকেন। ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও ইশান পোড়েল। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ইতিমধ্যেই ১৪৩ রানের লিড রয়েছে সৌরাষ্ট্রের হাতে।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News