আজ মহাশিবরাত্রি

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ মহাশিবরাত্রি।আর বাঙ্গালীদের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের মহা রাত্রি। আজকের দিনেই নাকি শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল তাই আজও আজকের দিনটিতে প্রত্যেক হিন্দুরা শিব আর দুর্গার বিবাহ দিয়ে শিব দুর্গা পূজা সম্পন্ন করে। আবার কোথাও কোথাও উল্লেখ আছে আজকের দিনে পার্বতী নাকি শিবকে স্বপ্নে পেয়েছিলেন তারপর থেকেই আজকের দিনটিতে শিব দুর্গা পূজা করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উল্লেখ আছে। সে যায় থাক না কেন আজকের দিনটিকে প্রত্যেক বাঙালি হিন্দুরা শিবরাত্রি হিসেবে পালন করেন। এবং সারাদিন উপোস করে রাত্রে বেলায় মহাদেবের মাথায় জল ঢেলে তাদের উপোস ভঙ্গ করে। সেই উপলক্ষে ২-৩ দিন আগে থেকে মন্দির সাজানোর কাজ চলে। এবং হিন্দুদের কাছে এটি একটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই পালন হয়ে আসছে। আর সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল যার কারণে সমগ্র সংসার ধ্বংসের মুখে পড়েছিল সেই বিষ খেয়ে নিজের কন্ঠে ধারণ করে আমাদের মহাদেব আজ নীলকন্ঠ নামে পরিচিত। এই ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী মহাদেব বিষ পান করে সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন বলেই আজকের দিনটিকে শিবরাত্রি হিসেবে পালন করা হয়। ফুল বেলপাতা,মধু এছাড়াও ধুপ মোমবাতি, গঙ্গাজল, দুধ ইত্যাদি সমস্ত উপকরণ দিয়ে আজকের দিনে আমরা প্রত্যেক বাঙ্গালীরাই দেবাদি দেব মহাদেবের পূজা করে মহা শিবরাত্রি পালন করে থাকি।

Journalist Name : Joly Pramanick

Tags: