টাকার বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ দেবে ফেসবুক

banner

#Pravati Sangbad Digital Desk:

অর্থের বিনিময়ে 'নীল টিক ব্যাজ' বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সেবা দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রোববার তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে এ ঘোষণার কথা জানান।

এ জন্য প্রতিমাসে ওয়েব প্ল্যাটফর্মে গুণতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য খরচ হবে ১৪ দশমিক ৯৯ মার্কিন ডলার। পাশাপাশি অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা এবং কাস্টমার সাপোর্টে সরাসরি অ্যাকসেস পাবেন গ্রাহক।

মার্ক জুকারবার্গ লিখেছেন, সরকারি সংস্থার দেওয়া পরিচয়পত্র দিয়ে ব্লু ব্যাজ নেওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীর পরিচয় নকল করে আর কোনো ভুয়া অ্যাকাউন্ট থাকলেও সেই ব্যবহারকারী ফেসবুকে নিজের সঠিক পরিচয়ের অ্যাকাউন্টটি তার জন্য সহায়ক হবে। এ সেবা যারা নেবেন তারা ফেসবুকের গ্রাহক সহায়তা কেন্দ্র থেকে সরাসরি সেবা পাবেন।


মেটার এই প্রিমিয়াম ভেরিফিকেশন সুবিধা ব্যক্তিগত অ্যাকাউন্ট বা প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

ওয়েবে এ সুবিধা পেতে প্রতি মাসে ১২ মার্কিন ডলার বা প্রায় ১২০০ টাকা এবং আইওএস প্ল্যাটফর্মে প্রতি মাসে ১৫ মার্কিন ডলার বা ১৫০০ টাকা খরচ করতে হবে।

প্রাথমিকভাবে এ সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ সেবা চালু হতে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করে ভেরিফায়েড সুবিধা দেয়া হবে।

Journalist Name : Sampriti Gole

Related News