আবারো শক্তিশালী হতে চলেছে মোহনবাগান ডিফেন্স

banner

#Pravati Sangbad Digital Desk:

নতুন বছরে সবুজ মেরুন সমর্থকদের কাছে এক অত্যন্ত আনন্দের খবর, ভারতের ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান আবারও ফিরতে চলেছে মোহনবাগানে। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসেই গোয়াতে এসে এটিকে মোহনবাগানে যোগ দেবেন সন্দেশ ঝিঙ্গান।
গতবছর আগস্ট মাসে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচ এন কে সিবেনিকে যোগদান ২৮ বছর বয়সী ভারতের অন্যতম এবং মোহনবাগান দলের বিশ্বাসযোগ্য স্তম্ভ সন্দেশ। সন্দেশ ঝিঙ্গান এর সাথে এটিকে মোহনবাগানের ৫ বছরের চুক্তি থাকলেও, তাঁর ইউরোপে খেলার সুযোগ এর কারণে তাকে নির্দ্বিধায় ছেড়ে দেয় মোহনবাগান, তবে শেষ চুক্তিতে লেখা ছিল দেশে ফিরলে তাকে আবারো সবুজ মেরুন জার্সিতে খেলতে হবে।
লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ায় সে গিয়ে সন্দেশ ঝিঙ্গান এর স্বপ্ন ভঙ্গ হয়, গত ৪ মাসে তিনি একবারও এইচ এন কে এর জার্সিতে খেলার সুযোগ পাননি, তার সাথেই তিনি চোট পান কাফ মাসেলে। এবং ইউরোপিয়ান ক্লাব সন্দেশ কে দেশে ফিরে সুস্থ হওয়ার নির্দেশ দেয়, এর পাশাপাশি ঝিঙ্গান এর এজেন্ট ইউরোপের সমস্ত ক্লাবগুলোতে যোগাযোগ করেন যাতে জানুয়ারিতে তিনি অন্য কোন দলে যোগ দিতে পারেন, কিন্তু কোন ক্লাবে তাকে নিতে আগ্রহ দেখায়নি। এবং এর সাথে মোহনবাগানের সংকট দেখা দেয় ডিফেন্সে, মৌসুমের শুরুর দিকে সন্দেশ ইউরোপে চলে যাওয়ার ফলে মোহনবাগানের আগেকার অ্যান্টোনিও হাবাস পরিবর্ত ভারতীয় কোন ডিফেন্ডারকে পাননি, ফলে এফসি কাপ থেকে আইএসএল এর লিগ ম্যাচ প্রত্যেক জায়গাতেই ডিফেন্স এর কারণে ধাক্কা খেয়েছে এটিকে মোহনবাগান। 
 জানুয়ারিতে ট্রানস্ফার উইন্ডো শুরু হওয়াতে মোহনবাগানের তৎকালীন কোচ ফেরান্দ খুঁজছেন একজন স্বদেশী স্টপার, তাই সন্দেশ কে আবারও দেশে ফিরে আসার প্রস্তাব দেয় মোহনবাগান। প্রস্তাবে ইতিবাচক উত্তর দেয় সন্দেশ ঝিঙ্গান এবং মোহনবাগানের হয়ে নিয়মিত খেলার আগ্রহ দেখিয়েছেন তিনি।

 সন্দেশ ঝিঙ্গান এর সাথে সাথে শোনা যাচ্ছে মোহনবাগানে আসতে পারেন আগের মরশুমে ইস্টবেঙ্গলের খেলে যাওয়া ব্রাইট এনেবাখারে। যদি তিনি মোহনবাগানের যোগদান করেন তবে মোহনবাগানকে ছেড়ে দিতে হতে পারে ফিনল্যান্ডের জন কাউকো কে, তাঁর খেলা একদমই দৃষ্টি আকর্ষণ করার মতো নয়, তাই হয়তো তাকে ছেড়ে দিতে পারে মোহনবাগান দল। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে ডেভিড উইলিয়ামস নিয়মিত দলে সুযোগ পাচ্ছেন না বলে মোহনবাগান ছেড়ে অন্য দলে যোগ দিতে পারেন, এবং আইএসএল ছাড়াও অন্যান্য দেশের লীগের দলগুলি তাকে নিতে আগ্রহী হয়ে উঠেছে, ডেভিড উইলিয়ামস অন্য কোন দলে চলে গেলে জন কাওকো কে ছাড়তে পারবে না এটিকে মোহনবাগান। 

এবছর ডেভিড উইলিয়ামস সতীর্থ রয় কৃষ্ণাও ঠিক সেই অর্থে গোল পাচ্ছেন না, ডেভিড উইলিয়ামস দল ছেড়ে দিলে রয় কৃষ্ণা কে গোলের দিকে বলে এগিয়ে দেওয়ার লড়াইয়ে কে থাকবে টা এখন শুধু সময়ের ওপর নির্ভরশীল হয়ে আছে। বুধবার মোহনবাগান তাদের পরবর্তী ম্যাচ খেলবে হায়দ্রাবাদ এর সাথে, এই ম্যাচটি মোহনবাগান জিততে পারলে লীগ টেবিলে দুই নম্বরে উঠে আসবে।

Journalist Name : Tamojoy Shrimany

Related News