বাংলার রঞ্জি দলে করোনার হানা, আক্রান্ত ৭ খেলোয়াড়

banner

#Pravati Sangbad Digital Desk:

গোটা দেশের সাথে করোনার তৃতীয় ঢেউ বঙ্গে আছড়ে পড়েছে ইতিমধ্যেই। করোনা ত্রাসে বিধ্বস্ত জন জীবন। এক লাফে অনেকটাই বেড়েছে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টাই ছয় হাজারের গণ্ডি টপকে গেছে করোনা আক্রান্ত্র রোগীর সংখ্যা। আজ সোমবার থেকে রাজ্যে আংশিক বিধিনিষেধও জারি করেছে রাজ্য সরকার। বন্ধ হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বন্ধ জিম স্পা সেন্টার বিউটি পার্লার সেলুন। লোকাল ট্রেন চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে, ৩শরা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বিধি নিষেধ। সেই সাথে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অবাধ যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কিন্তু এত কিছুর পরেও করোনা থাবা বসিয়েছে খেলার মাঠে। করোনার কারনে স্থগিত হয়ে গেছিলো আই লিগ আর এবার বন্ধের মুখে রঞ্জি। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী সহ আর ৬ জন করোনায় আক্রান্ত। সামনেই রঞ্জি ট্রফি তার আগেই প্রথম সারির খেলোয়াড়দের মধ্যে করোনার সংক্রমণ মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে সিএবি কর্তাদের। রাজ্যে সংক্রমণের বারবারন্তের দিকে নজর রেখেই করোনা পরীক্ষা করা হয়েছিল তাদের, আর তাতেই রিপোর্ট পজিটিভ আসে। রবিবার রাতেই তাদের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। রবিবার রাতেই সিএবি তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হয়। সিএবি তরফ থেকে জানা গিয়েছে কাজি জুনেইদ সইফি, প্রদীপ প্রামাণিক, সুজিত যাদব, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার সহ গীত পুরি এবং স্পিন বোলিং কোচ  সৌরাশিস লাহিড়ী করোনা আক্রান্ত। এদিকে আজ সকালে কোলকাতার মাটিতে পা রেখেছে মুম্বাইএর রঞ্জি দল, ৪ই জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি এবং ৫ই জানুয়ারি থেকে ৬ই জানুয়ারি দুটি ম্যাচ খেলার কথা। তবে আপাতত প্রথম ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “ রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথাই রেখেই বাংলার খেলোয়াড়দের আরটিপিসিআর টেস্ট করা হয়েছিল, তাতে বেশ কিছু জনের  রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা সব রকম সতর্কতা অবলম্বন করছি”।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News