১৮ বছরের কম বয়সীদের মোবাইল নিষিদ্ধ

banner

#Pravati Sangbad Digital Desk:

শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি ক্রমশই বাড়ছে। বিপথে চালিত হচ্ছে আগামী প্রজন্ম, এই আশঙ্কায় এবার কড়া হল প্রশাসন। ১৮ বছরের কম বয়সিদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহারাষ্ট্রের এক গ্রামে। মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের ইয়াভাতমাল জেলার বংশী গ্রামে ১৮ বছরের কম বয়সিদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রামের কিশোর-কিশোরীরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এ কারণেই এমন কড়া সিদ্ধান্ত নিল গ্রাম পঞ্চায়েত। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত জানিয়েছে, শুধু উন্নয়ন নিয়েই গ্রামসভায় আলোচনা হবে এমনটা নয়, সামাজিক জীবনে যাতে সুস্থতা থাকে সে ব্যাপারেও আলোচনা হতে পারে গ্রামসভায়। শিশুদের গেম খেলার প্রতি আসক্তি কমাতে এবং ভুল সার্ফিং সাইটে যাতে নজর না যায় সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামের সকলের সম্মতিতেই মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত। গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রামসভায় অভিভাবকদের কাছে গোটা বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দেন। পঞ্চায়েতের প্রধান বলেন, বর্তমানে শিশু ও কম বয়সিরা ভীষণ রকম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এ জন্য অভিভাবকদের এবং স্কুলকেও সজাগ দৃষ্টি দিতে হবে। প্রয়োজনে কাউন্সেলিংয়ের মাধ্যমে সকলকে বোঝাতে হবে। তাঁর মতে রাজ্য জুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হলে আখেরে লাভ হবে আগামী প্রজন্মের। ওই গ্রামের স্থানীয়দের মধ্যে একাংশের দাবি, গ্রামের কম বয়সী ছেলে-মেয়েরা ঘণ্টার পর ঘণ্টা মোবাইল দেখে কাটিয়ে দিচ্ছে। চ্যাট করছে, গেম খেলছে, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকছে। এতে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। পারিবারিক ও সামাজিক জীবনেও বড় প্রভাব পড়ছে। বংশী গ্রাম পঞ্চায়েতের প্রধান গজানন তালে জানিয়েছেন, সমস্ত অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে তাদের সন্তানরা যাতে এ নিয়ম মেনে চলে, সেটা দেখতে হবে। পঞ্চায়েত প্রধানের দাবি, গ্রামের অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েরা মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকছে। বাবা মায়ের কথাও তারা শুনছে না। কেউ কেউ পর্ন সিনেমা দেখছে। অ্যাডাল্ট সাইটে গিয়ে গেম খেলছে। তাই ১৮ বছরের কম বয়সিদের মোবাইল নিষিদ্ধ করার বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। এটা প্রয়োগ করা কঠিন। তবুও কাউন্সেলিং করা হবে। এ সিদ্ধান্ত না মানলে জরিমানা করা হতে পারে। তবে প্রাথমিকভাবে তাদের বোঝানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News