আসছে শিশির ভাদুড়ির বায়োপিক 'বড়বাবু'

banner

#Pravati Sangbad Digital Desk:

ব্যাক্তিগত সম্পর্ক, প্রেম, থেকে নাট্যাভিনেতা শিশির কুমার ভাদুড়ির জীবন নিয়ে আসছে 'বড়বাবু'। নিজ নিজ চরিত্র ও লুকে সামনে এলেন অভিনেতারা। রেশমি মিত্র-র পরিচালনায় শুরু হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। মুখ্যভূমিকায় অভিনয় করছেন নীল সুজন মুখোপাধ্যায়। নীল ছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সুপ্রতীম রায়, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু ও অনন্যারা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। প্রকাশ্যে এসেছে এই ছবির লুকও। 'বড়বাবু' ছবিতে উঠে আসবে শিশির কুমার ভাদুড়ির ব্যক্তিগত জীবন। প্রভা দেবী ও কঙ্গাবতীর সঙ্গে তাঁর সম্পর্ক। ছবিতে প্রভা দেবীর ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। প্রভা ছিলেন একজন দুর্দান্ত অভিনেত্রী এবং সেসময় সুপরিচিত নাটক 'সীতা'তে অভিনয় করেছিলেন তিনি। নায়িকা হিসাবে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল। কিন্তু প্রভার প্রথাগত শিক্ষা ছিল না। এদিকে শিশির কুমার ছিলেন ইংরেজির অধ্যাপক। 'বড়বাবু' ছবিতে কঙ্কাবতীর চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার। এর আগে পায়েল হিন্দুস্তান টাইমস বাংলাকে সাক্ষাৎকারে বলেছিলেন, সেসময় সেসময় কঙ্কাবতী প্রথম মহিলা গ্র্যাজুয়েট যিনি অভিনয়ে এসেছিলেন। কঙ্কাবতী ভীষণ ভালো গানও গাইতেন। যিনি কিনা রবীন্দ্রনাথকে গান শুনিয়েছিলেন। যেটা শুনে রবীন্দ্রনাথ নিজে গানের তালিম দেন। কঙ্কাবতীর সঙ্গে শিশির ভাদুড়ির আলাপ হয়, তিনি তাঁর নাটকের দলে যোগ দেন। শিশির ভাদুড়ির সঙ্গে একটা সুন্দর সম্পর্কও গড়ে ওঠে কঙ্কাবতীর। বলা ভালো ইন্টেলেকচুয়াল বন্ডিং গড়ে ওঠে। যদি ও বয়সের অনেক ফারাক ছিল। সেকালে শিশির কুমার ভাদুড়ি ছিলেন ইংরাজির প্রফেসর। শিক্ষকতার পাশাপাশিই তিনি পরিবর্তনের জোয়ার এনেছিলেন নাট্যসমাজে। অন্যদিকে কঙ্গবতী ছিলেন শিক্ষিতা ও সুগায়িকা। রবীন্দ্র সঙ্গীত গাইতে পারতেন দুর্দান্ত। তাঁর প্রতি আকৃষ্ট হন শিশির কুমার। অভিনেতার পূর্ব জীবন সুখের ছিল না। তাঁর স্ত্রী উষা আত্মহত্যা করেছিলেন। থিয়েটারকে আঁকড়ে ধরেই জীবনের নতুন অর্থ খুঁজে পেতে চেয়েছিলেন শিশির ভাদুড়ি। এই ছবির মাধ্যমে পরিচালক একজন শিল্পীর কর্মজীবন, পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন, মানসিক টানাপোড়েন ইত্যাদিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তবে তথাকথিত বায়োপিকের থেকে এই ছবি কিছুটা আলাদা কারণ এখানে একেবারে শিল্পীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ঘটনা নথিবদ্ধ থাকবে না। শিশির কুমার ভাদুড়িকে সম্মান দেওয়ার জন্য বাকিরা তাঁকে বড়বাবু বলে সম্বোধন করতেন।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News