Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

দেশের সবচেয়ে ছোটো নামের স্টেশন কোন টি জানেন

banner

#Pravati Sangbad Digital Desk:

রেল ভারতের জীবনযাত্রায় একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যাবস্থা রয়েছে এই ভারতে ।প্রতিদিন প্রায় কয়েক কোটি মানুষ রেল পরিষেবা গ্রহণ করেন ।কাছে পিঠে যাত্রা হোক কিংবা দূরে কোথাও ভ্রমণ ,সাধারণ মানুষ রেল কেই বেছে নেন ।রেল এ ভ্রমণ হয় স্বস্তি জনক ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থার তুলনায় রেল এর ভাড়াও অনেক কম । তাই বেশির ভাগ মানুষ ই রেল এর পরিষেবা নিতে পছন্দ করেন ।

আবার বহু সিনেমা তেই ট্রেন এর দৃশ্য থাকায় অনেকের কাছে ট্রেন এ যাত্রা টা বেশ ফিল্মি একটা ব্যাপার ।এরোপ্লেন এ যেমন দ্রুত যাত্রা সম্ভব তেমন ট্রেন এ যাত্রায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায় গন্তব্য স্থলে ।তাই হতে বেশ কিছুটা সময় থাকলে এরোপ্লেন এ না গিয়ে একবার রেল এ ভ্রমণ করা যেতেই পারে।ভারতের চারিপাশে কত সৌন্দর্য ছড়িয়ে রয়েছে সেগুলো জানা সম্ভব একমাত্র রেল যাত্রায় ।

প্রতিদিন প্রায় কয়েক কোটি ভারতীয় ট্রেন এর মাধ্যমে যাতায়াত করে ।তাই রেল কে ভারতের ' লাইফলাইন ' বলা যেতে পারে ।তবে প্রতিদিন এত মানুষ রেল পরিষেবা এর ওপর নির্ভর করে থাকলেও রেল সম্পর্কিত অনেক তথ্যই বহু মানুষের কাছে অজানা ।যেমন ,আপনি কি জানেন সবচেয়ে ক্ষুদ্র নামের স্টেশন টি ভারতের কোথায় অবস্থিত ? এর উত্তর অনেকের ই অজানা।

দেশের সবচেয়ে ক্ষুদ্র নামের স্টেশন টি রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া একটি রাজ্যে ।স্টেশন টি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ।স্টেশন টির নাম হলো ' ইব ' । একে ইংরেজি তে ' IB ' লেখা হয় ।এটি ই হলো দেশের সবচেয়ে ক্ষুদ্র নামের স্টেশন ।

কিন্তু স্টেশন টির এমন নামকরণের কারণ কি ? 

উড়িষ্যা রাজ্য দিয়ে বয়ে গেছে মহানদী।আর এই মহানদী এর নানান শাখা নদী ও বয়ে গেছে এই ওড়িশা দিয়ে ।তেমন ই এক শাখানদী হলো ' ইব '। আর এই নদীর নামানুসারে ই স্টেশন টির নামকরণ করা হয় ।

এই স্টেশন টি ওড়িশার ঝারসুগুঁড়া জেলার অন্তর্গত।১৮৯১ সালে স্টেশন টি কার্যকর হয় ।স্টেশন এ মূল দুই টি প্ল্যাটফর্ম রয়েছে ।ভারতীয় রেল এর বিলাসপুর ডিভিশন এর অন্তর্গত এই ' ইব ' স্টেশন টি ।দেশের বহু স্টেশন এর মধ্যে এটি ও একটি গুরুত্বপূর্ণ স্টেশন ।।


Journalist Name : Srimita Sasmal

Related News