সম্পর্ক তিক্ত হলেই ধর্ষণের অভিযোগ আনা যায় না: রায় বম্বে হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

দু'জন প্রাপ্তবয়স্ক মানুষ একটা সম্পর্ক তৈরি করেন। আর সম্পর্ক না টিকলে, যে কারণে বিয়ে না হলেই একজন, আরেক জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারেন না।শুধুমাত্র সম্পর্ক তিক্ত হয়েছে বলেই অপরজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা যায় না।

প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে এফআইআর করেছিলেন এক যুবতী। সেই মামলায় অভিযুক্তকে খালাস করল বম্বে হাইকোর্ট। নিম্ন আদালত তাঁকে খালাস করার বিপক্ষে রায় দিয়েছিল। এবার সেই রায় খারিজ হয়ে গেল হাইকোর্টে। শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেই এই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল, এমনটাও মানতে নারাজ আদালত। প্রায় ৮ বছর ধরে সম্পর্ক ছিল অভিযুক্ত ও অভিযোগকারীর। ২০১৬-তে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরই এফআইআর করেছিলেন যুবতী। বিচারপতি ভারতী ডাংরে নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়েছেন।

জানা গিয়েছে, ২০০৮ সালে ওই যুবক-যুবতীর সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। ২০১৩ সাল থেকে তাঁরা সম্পর্কে আছেন। তাঁদের পরিবারও সম্পর্কের বিষয়ে জানে। অভিযোগ ওঠেছে, বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেই শারীরিক সম্পর্কে সম্মতি দিয়েছিলেন যুবতী। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হননি ওই যুবক। ফলে ২০১৬ সালে ধর্ষণের অভিযোগ করেন যুবতী। তাঁর আইনজীবীর দাবি, জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করা হত। আদালতের পর্যবেক্ষণ, ওই দুজন দীর্ঘ ৮ বছর ধরে সম্পর্কে ছিলেন। তাই এটা বলা যায় না যে শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেই যুবতী সহবাসে অনুমতি দিয়েছিলেন। অভিযুক্তকে ভালবাসতেন বলেই সম্মতি দিয়েছিলেন। 

আদালতের পর্যবেক্ষণ, ‘দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা সম্পর্ক তৈরি করেন। আর সম্পর্ক না টিকলে, যে কারণে বিয়ে না হলেই একজন, আরেকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারেন না।’

Journalist Name : Sampriti Gole

Related News