হুগলি নদীর উপর তৃতীয় সেতু নির্মাণের তোড়জোড়

banner

#Pravati Sangbad Digital Desk:

শহরে-ব্যস্ততায় কয়েকশো গুণ বেড়েছে আজকের কলকাতা ও হাওড়ায়। বেড়েছে ব্যস্ততা। বেড়েছে গাড়ি চলাচলও। প্রায় আট দশক ধরে টানা পরিষেবা দিয়ে আসছে রবীন্দ্র সেতু বা লোকমুখে পরিচিত হাওড়া ব্রিজ। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর উপরে চাপ যথেষ্ট। সেই চাপ কমাতে কলকাতার বুকে তৃতীয় হুগলি সেতু তৈরির চিন্তাভাবনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং হাওড়ার বাউড়িয়া, এই দু'টি জায়গা সামনে রেখে সরকারি স্তরে কথাবার্তা চলেছে। এই দু'টি জায়গায় নদী অপেক্ষাকৃত কম চওড়া। ফলে সেতু বানানো সহজ হবে। দু'টি বিকল্প জায়গা হিসেবে বিষ্ণুপুর ও বাগনানের কথা ভাবা হয়েছে। 'সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি প্রাইভেট লিমিটেড' (এসভিবিটিসি) আয়োজিত কলকাতা-হাওড়া অঞ্চলে যানচলাচলের সুগম বন্দোবস্ত নিয়ে মঙ্গলবার একটি আলোচনাসভায় ওঠে গঙ্গাবক্ষে নয়া সেতুর প্রসঙ্গ। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর উপরে চাপ যথেষ্ট। সেই জায়গায় নতুন এক্সপ্রেসওয়ে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কোনো পক্ষই। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দুর্গাপুরের প্রজেক্ট ডিরেক্টর এসকে মল্লিক বলেন, কলকাতা-বারাণসী সড়কের জন্য হুগলি নদীর উপর তৃতীয় ব্রিজ গড়ার পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক বৈঠকে এই প্রস্তাবিত সড়ক নিয়ে অনেকটা কথাবার্তা এগিয়েছে।

Journalist Name : Sampriti Gole

Tags: