ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশে খানিকটা হলেও বাড়ছে করোনা সংক্রমণ। তেমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট৷ সক্রিয় রোগীর সংখ্যা (active caseload) 4 হাজার 623 জন৷ এর আগে 2022 সালের 12 নভেম্বর 734 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ তারপর থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করেছিল। এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা 4 কোটি 46 লক্ষ 92 হাজার 710৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা মোট সংক্রমণের 0.01 শতাংশ৷ দেশে কোভিড-19 সুস্থতার হার 98.80 শতাংশ৷ এখনও পর্যন্ত 220 কোটি 64 লক্ষ কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। এই আবহে দেশের ছয় রাজ্যে চিঠি পাঠিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র। এই ছ'টি রাজ্যে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার কারণেই সঠিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে কেন্দ্রের তরফে এই চিঠি পাঠানো হয়েছে। ছয় রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গনা, তামিলনাড়ু, কেরালা এবং কর্নাটক। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে এই রাজ্যগুলির প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিত্‍সা এবং টিকা দেওয়ার উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে কড়া নজরদারি চালানোরও। কোভিডের বিস্তার রোধ করতে জেলা, উপজেলা এবং পঞ্চায়েত স্তরে করোনার পরীক্ষা বাড়ানোর কথাও বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ''এমন কিছু রাজ্য রয়েছে যেখানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলেছে। সংক্রমণ প্রতিরোধ করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করতে হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত যা লাভ হয়েছে তা নজরে রেখেই এই ব্যবস্থা গ্রহণ করতে হবে।'' এর মধ্যে দেশে H3N2 ভাইরাসে নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ছড়িয়ে পড়ছে ৷ জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission) প্রকাশিত বুলেটিন অনুযায়ী বুধবার রাতে অসমে প্রথম H3N2 সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ আক্রান্তকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবার সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এক দিনে ৭০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬২৩। চার মাস পরে করোনার দৈনিক সংক্রমণ ৭০০-র গণ্ডি টপকাল। এর আগে গত বছরের ১২ নভেম্বর দেশে ৭৩৪ জন আক্রান্ত হয়েছিল। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা মোট সংক্রমণের ০.০১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ। এখনও পর্যন্ত ৪,৪১,৫৭,২৯৭ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News