আবারও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

banner

#Pravati Sangbad Digital Desk:

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) ৭৩তম কংগ্রেসে জিয়ান্নি ইনফান্তিনোকে (Gianni Infantino) আরও চার বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২০১৬ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত ৫২ বছর বয়সী সুইস ২১১টি সদস্য ফেডারেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফের দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, 'এটি একটি অসাধারণ সম্মান ও বিশেষ সুযোগ এবং একটি বড় দায়িত্ব। বিশ্ব জুড়ে ফুটবল ও ফিফার সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।' তিনি আরও বলেন, 'যারা আমাকে ভালবাসে এবং আমি জানি যে, তাদের সংখ্যা অনেক এবং যারা আমাকে ঘৃণা করে, আমি আপনাদের সবাইকে ভালোবাসি।'

এবারের নির্বাচন নিয়ে তেমন একটা উত্তাপ ছিল না। কারণ, সবকিছু আগে থেকেই চূড়ান্ত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। তার সঙ্গে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫২ বছর বয়সী এই সুইস ব্যক্তি। কাতার বিশ্বকাপের আগে আয়োজকদের নিয়ে যখন সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব, তখন শক্ত হাতে হাল ধরেন ইনফান্তিনো। ইউরোপকে একহাত নিয়ে পাশে দাঁড়ান কাতারের। সফল আয়োজনে প্রতিটি বিষয়ে পাশে থেকেছেন মধ্যপ্রাচ্যের দেশটির। কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইনফান্তিনো। কংগ্রেস শুরুর আগে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস অবশ্য বলেছেন যে তিনি ইনফান্তিনোকে সমর্থন করবেন না। এমনকি কাতার বিশ্বকাপসহ ভবিষ্যতের টুর্নামেন্টে ‘মানবাধিকার লংঘনের প্রতিকারে ফিফার দায়িত্ব’ বিষয়ে কংগ্রেসে আলোচনার একটি প্রস্তাবও উপস্থাপন করেন তিনি। এদিকে বুধবার জার্মান ফুটবল এসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফ বলেছিলেন, তারা ইনফান্তিনোর পুনঃনির্বাচনে সমর্থন দিবেন না। ফিফার সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ইনফান্তিনোর ইউরোপ ভিত্তিক প্রতিপক্ষরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাতে ব্যর্থ হয়।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News