নতুন করে আবার বিপদের মুখে তুরস্ক

banner

#Pravati Sangbad Digital Desk:

গত মাসেই তীব্র ভূমিকম্পে কেঁপে উথেছিল তুরস্ক।আর সেখানেই প্রাণ হারাতে হয়েছে প্রায় ৩০ থেকে ৪০ হাজার তুরস্ক বাসিকে। শুধু তুরস্ক নয় সিরিয়াতেও হয়েছে এই ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পে পরেও ৭০ থেকে ৮০টি আফটার শক হয়েছিল বলেই জানা গেছে। আর তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখানে বিশেষ কপ্টারে করে খাদ্য থেকে ওষুধ এমনকী চিকিত্‍সকের টিমও পাঠিয়েছে ভারত। প্রায় ১২টি কপ্টারে তুরস্কে ত্রাণ পাঠিয়েছিল ভারত। পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ করেছে ভারতীয় সেনারা। একাধিক আহত ব্যক্তিকে চিকিত্‍সা করেছে ভারতীয় চিকিত্‍সকরা। 

কিন্তু সেই বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই, তুরস্ক বাসিকে হতে হল আরো এক বিপদের সম্মুখীন। প্রবল বর্ষণে বিপর্যস্ত তুরস্ক। বন্যায় ভাসছে তুরস্কের একাধিক এলাকা। তুরস্কের সানলুরফা প্রদেশে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়ে গেছে। তাই সানলুরফা থেকে শতাধিক মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।অসংখ্য মানুষ ঘরছাড়াও হয়েছেন। জানা গিয়েছে, এখনও ৫ জন বাসিন্দা নিখোঁজ। পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী পর্যন্ত নামানো হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা। রাস্তায রাবার বোট নিয়ে ঘোরাফেরা করছেন উদ্ধারকারীরা। সাথে বহুতল বাড়িগুলির ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে। দেখা যাচ্ছে, তুরস্কের শহরাঞ্চল থেকে গ্রাম, সর্বত্র কেবল জল আর জল তার উপরে বর্ষণ থামতেই চাইছে না। আর এর মধ্যেই যে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন তাঁদের ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। জল স্রোতের মত বইছে রাস্তা দিয়ে। ভাসিয়ে নিয়ে গিয়েছে বাড়ি ঘর, গাড়ি। কোনটা রাস্তা কোনটা নদী তার চিন্হ মাত্র বোঝা যাচ্ছে না। বিদ্যুত্‍হীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News