প্রাথমিক বিদ্যালয়ে পড়াবেন এবার সিভিক ভলিন্টিয়ার

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা দেবে নাকি সিভিক ভলেন্টিয়াররা। এমনই সিদ্ধান্ত নিল বাঁকুড়া জেলা প্রশাসন। তবে শিক্ষা দপ্তর এমন সিদ্ধান্ত মানতে একদমই নারাজ। পাল্টা প্রশ্নও করে জেলা প্রশাসনকে, উত্তর আসে বাচ্চাদের ইংরেজি এবং অংকে দখল বাড়াতেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের পাঠ শেষ হওয়ার পর সিভিক ভলেন্টিয়াররা তাদের আলাদা করে দুটি ক্লাস নেবে এবং ইংরেজি শেখানোর জন্য। কিভাবে স্কুলের বাচ্চাদের পড়াতে হবে সেই বিষয়েও সিভিক ভলেন্টিয়ারদের বিশেষভাবে প্রশিক্ষণ দেবে একটি বেসরকারি সংস্থা।

জানা যায় বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেছিলেন, এই সিদ্ধান্তের কথা, যেখানে স্কুলের পাঠ শেষ হওয়ার পর সিভিক ভলেন্টিয়াররা বিশেষভাবে ছাত্রদের অঙ্ক এবং ইংরেজি বিষয়ের উপর পাঠদান করবে। এর জন্য সমগ্র বাঁকুড়া জেলা থেকে প্রায় ১৫০ জন সিভিক ভলেন্টিয়ার কে বেছে নেওয়া হয়েছে। এবং তারা এই প্রকল্পের নাম দিয়েছে অঙ্কুর। আর " জেলার ৪৬টি স্কুল-সহ মোট ৫৫টি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে 'অঙ্কুর' প্রকল্পের জন্য। প্রকল্পে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু এই সিদ্ধান্তকে আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন,এই গোটা বিষয়টি অনেক আগে থেকেই তাকে জানানো দরকার ছিল। কিন্তু জানানো হয়নি। তিনি এও বলেছেন পুরো বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলা শাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে তাদের কোনো মতামত নেওয়া হয়নি বলেই দাবি করেছেন তিনি। তবে পরে মতামত জানতে যাওয়া হলে বলেন, আলোচনা করার পরেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তবে বাঁকুড়ার সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রাথমিক ছাত্র-ছাত্রীদের অংক ইংরেজি বিষয়ে বিশেষ পাঠদান এর কথা শুনে, কটাক্ষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। এবং এই বিষয়টি অত্যন্ত লজ্জার বলেই দাবি করেছেন তারা।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News