রাজ্য আবারও বলতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে আবারও বসতে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। বিগত ২০২০ সাল থেকে শুরু হওয়া এই 'দুয়ারে সরকার' কর্মসূচিতে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩ লাখ ৭১ হাজার ক্যাম্প করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৭৭ লক্ষ রাজ্যবাসী উপকৃত হয়েছেন। আগামী ১ থেকে ১০ ই এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকারের ষষ্ঠ দফা কর্মসূচি। এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত ফেব্রুয়ারি মাসে হাওড়ার পাচলায় অনুষ্ঠিত একটি সভা থেকে। তিনি এমনটাও বলেছিলেন প্রতি তিন মাস অন্তর এই দুয়ারে সরকার কর্মসূচি আয়োজনের কথা। আর সেই থেকেই, এবার আগামী এপ্রিল মাসে দুয়ারে সরকার বসার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত চলবে এই আবেদন পত্র জমা নেওয়ার কাজ। পরবর্তী ১১ থেকে ২০ তারিখের মধ্যেই সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে সেই সমস্ত আবেদন পত্রের সার্টিফিকেট। উল্লেখ্য মাঝে কোন রবিবার বা ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির। বিজ্ঞপ্তিতে সরাসরি জানিয়ে দেয়া হয়েছে ৩২ টি সরকারি প্রকল্পের কাজ চলবে এই কর্মসূচিতে। যার মধ্যে উল্লেখযোগ্য খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার,কৃষক বন্ধু এছাড়াও জাতি শংসাপত্র ইত্যাদি।

Journalist Name : Joly Pramanick

Tags: