কি ক্ষতি হতে পারে আধার কার্ডের আপডেটেশন না থাকলে

banner

#Pravati Sangbad Digital Desk:

আপনি কি এখনো আপনার আধার কার্ড আপডেট করান নি? আপনার আধার কার্ডে কি এমন কোন ভুল আছে যা সংশোধন করাতে হবে। তাহলে আপনার কাছে সময় আছে ১৫ই মার্চ থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত। কারণ এতদিন পর্যন্ত নাগরিকদের আধার কার্ড সংশোধন বা আপডেটের জন্য দিতে হতো ৫০ টাকা করে। কিন্তু মোদি সরকার এবার জানিয়ে দিল, এই কয়েকদিনের মধ্যে আপডেট করালে তার জন্য নাগরিকদের দিতে হবে না কোন রকম টাকা। অর্থাৎ বিনা মূল্যেই করে নিতে পারেন আপনার আধার আপডেটের কাজ। কিন্তু মনে রাখবেন সময় মাত্র ১৫ ই মার্চ থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত। কারণ এই তারিখের পর আবার আবেগের জন্য আপনাকে আর এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়েই আপডেট করাতে হবে আপনার আধার কার্ড।

তবে কিছুদিন আগেই আদর কর্তৃপক্ষের তরফের জানানো হয়েছিল, ২০১৬ সালের Aadhar Enrollment and Update Regulation নিয়ম অনুযায়ী, আধার কার্ড Enrollment'র পর থেকে পরবর্তী ১০ বছর যাদের একবারও আধার কার্ড আপডেট করা হয়নি, তাঁদের অতি শীঘ্র Aadhar Updation'র কাজ করে নিতে হবে। এবং তার জন্য কোনও একটি Identity Proof ও Adress Proff ডকুমেন্ট জমা করতে হবে UIDAI কর্তৃপক্ষের কাছে যাতে পরিচয় প্রমাণে কোনও অসুবিধা না হয়। তবে কারো কারো মত, Aadhar Updation'র কাজে গতি আনতেই ফি ওঠানোর পরিকল্পনা কষেছে মোদি সরকার। তবে যেসব নাগরিক এখনও পর্যন্ত Aadhar Updation'র বিষয়টিতে গুরুত্ব দেননি, সরকারের এই সিদ্ধান্তের পরে তাঁরা অচিরেই এই কাজে দ্রুত মন দেবে বলেই আশা করছে UIDAI ও মোদি সরকার। যেহেতু আধার কার্ডের দ্বারাই কেন্দ্রীয় ও রাজ্য সমস্ত সরকারি প্রকল্পের অ্যাকসেস পেয়ে থাকেন দেশের সমস্ত নাগরিকেরা। আর এই Aadhar Updation'র কাজ সময় মতো না হলে সেই সব কাজেও অসুবিধার মুখে পড়তে হবে নাগরিকদের। যেহেতু ব্যাংক এবং যেকোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড জরুরি তাই , UIDAI এমনও সতর্কবার্তা জারি করেছে যে, আধার আপডেটেশন না হলে সেই আধার কার্ডের কোনো দাম থাকবে না। তাই অতি শীঘ্র আপনার বাড়ির কাছাকাছি কোন অনলাইন পোর্টালে গিয়ে আপনার আধার কার্ডের আবৃটেশন বা ভুল সংশোধন করিয়ে নিন। না হলে আপনাকেও পড়তে হতে পারে বিপদের মুখে।

Journalist Name : Joly Pramanick

Tags: