টাইমস ম্যাগাজিনের পৃথিবীর শ্রেষ্ঠ ৫০ টি পর্যটন কেন্দ্রের মধ্যে স্থান পেল ভারত

banner

#Pravati Sangbad Digital Desk:

কথায় বলে বাঙালির পায়ের তলায় সরষে। ঘুরতে-বেড়াতে বাঙালির জুড়ি মেলা ভার। তবে কেবল বাঙালিই নয়, বেড়াতে যেতে ভালোবাসেন অনেকেই। সারা পৃথিবীতে একাধিক জায়গা রয়েছে, তবে এবার টাইমস ম্যাগাজিনে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ ৫০টি পর্যটনের স্থানের নাম প্রকাশ করেছে, যার মধ্যে ভারতের দুটো জায়গা স্থান পয়েছে। টাইমস পত্রিকার চোখে এ বছর ঘোরার জন্য সেরা পঞ্চাশটি পর্যটন কেন্দ্রের তালিকায় ভারতের দুটি জায়গা রয়েছে। সেগুলি হল ওড়িশার ময়ূরভঞ্জ ও লাদাখ।
লাদাখ
টাইম পত্রিকা লিখেছে, হিমালয়ের কোলে পার্বত্য এই অঞ্চলের ভূপ্রকৃতি অত্যন্ত মনোরম। এর সঙ্গে জুড়ে রয়েছে তিব্বতি-বৌদ্ধ সংস্কৃতি। একবার নয়, বারবার দেখার মতো জায়গা এই লাদাখ। তাদের মতে মাত্র একবার ঘুরলে লাদাখকে পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। লাদাখের রাজধানী লেহ থেকে ১৬৮ কিমি দক্ষিণ-পূর্বে হানলে নামের একটি গ্রামে এ বছর ভারত সরকার দেশের প্রথম ফার্স্ট ডার্ক স্কাই রিজার্ভ তৈরি করেছে। এই গ্রাম থেকে বছরে ২৭০টি পরিষ্কার রাত দেখা যায়, যা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এক বিস্ময়ের জায়গা।

ময়ূরভঞ্জ
সবুজে সবুজ, নীলিমায় নীল। ঘন জঙ্গল, মুক্ত বেণীর মতো পাহাড়ের কোল বেয়ে নেমে আসা ঝরনা। এ সব কিছু নিয়েই ময়ূরভঞ্জ। ঐতিহ্যশালী সংস্কৃতি, প্রাচীন মন্দির সব আছে এখানে। বিশ্বের একমাত্র এখানেই দেখতে পাওয়া যায় বিরল প্রজাতির কালো বাঘ। সিমলিপাল জাতীয় অভয়ারণ্য ছাড়াও এখানে অসংখ্য ছোটবড়ো পর্যটনকেন্দ্র আছে। ইউনেস্কোর তালিকাভুক্ত ময়ূরভঞ্জের ছৌ নৃত্যের উত্‍সব আগামী এপ্রিল মাসে হবে। কার্যত, টাইমস ম্যাগাজিনে সারা পৃথিবীর বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি ভারতের পর্যটন কেন্দ্র যুক্ত হওয়া অন্যতম উল্লেখযোগ্য বিষয় বলে মনে করা হচ্ছে।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News