লীগ কাপের সেমি-ফাইনালের প্রথম লীগে জয় পেলো চেলসি

banner

#Pravati Sangbad Digital Desk:


        লীগ কাপের প্রথম লেগের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও টটেনহ্যাম, ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির স্থান ২ নম্বর ও টটেনহ্যাম এর স্থান ৬ নম্বর। এই মরশুমের শুরুতে চেলসি লীগের যাত্রা ভালোভাবে শুরু করলেও মাঝ পথে এসে অনেক গুলি ড্র ও হারের মুখো মুখি হয় তারা। অপরদিকে টটেনহাম এই মরশুমে কোচ পরিবর্তনের পর থেকে তাদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। গতকাল রাতের ম্যাচটিতে চেলসির অনবদ্য পাসিং, প্রেসিং, বুদ্ধিদীপ্ত ক্রসিং এবং সেট পিস সবকিছুই নজর কেড়েছে ফুটবল প্রেমীদের। তাদের প্রথম লেগের খেলার স্কোর হয়েছে চেলসি ২ ও টটেনহাম ০।
          চেলসির কোচ টমাস টুচেল তার দলকে সাজিয়েছিল ৪-২-৩-১ ছকে। তাদের গোলকিপার ছিল কেপা, ডিফেন্সে ছিল সারর, রুদিগের, মার্কাস আলোনসোরা, তাদের মাঝে মাঠ কে সামলাচ্ছিলেন জর্জিনহো, জিয়চ, মাসন মাউন্ট, হাভ্যজেরট ও আক্রমণের ছিলেন লুকাকু। গত ম্যাচে লুকাকু কে তাদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল বিতর্কিত মন্তব্যের কারণে কিন্তু গতকাল লুকাকু কে প্রথম একাদশে রাখতে বাধ্য হয়েছিলেন তাদের কোচ টুচেল। শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই রোমেলু লুকাকু দল পরিবর্তন করে তার আগের দল ইন্টার মিলানে যেতে পারেন আবারো।
          টটেনহামের কোচ অ্যান্টোনিও কন্তে তাদের দলকে সাজিয়েছিলেন ৩-৪-৩ ছকে, গতকাল তাদের দলের পারফরম্যান্স একদম চোখে পড়ার মতো ছিল না, তার পরেও তাদের তাহলে যেসব খেলোয়াড়দের খেলা চোখে পড়েছে তারা হলেন, আক্রমণ ভাগের হ্যারি কেন, মাঝ মাঠে এমেরসন, লুকাস মৌড়া, পরিবর্তিত হয়ে আসা এনদম্বেলে ও ডিফেন্সে পরিবর্তিত হয়ে আসা উইনকস।
       খেলা শুরু হয় এবং চেলসি তাদের প্রেসিং ফুটবল খেলতে শুরু করে, তাদের লেফট ব্যাক মার্কাস আলনসো টটেনহ্যামের রাইট মিডফিল্ডার এমারসন কে বোকা বানিয়ে বলটিকে ছিনিয়ে নিয়ে অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে বলটিকে বাড়িয়ে দেয় হাবজেরট এর পায়ে, এবং হাবজেরট টটেনহামের গোলমুখে বল টিকে বাড়িয়ে দেয়, সেই সময়ে টটেনহ্যাম এর ডিফেন্ডার সেঞ্চেজ বলটিকে ক্লিয়ার করতে চাইলেও বলটি তাদের গোল মুখে চলে যায় ও ১ গোলে এগিয়ে যায় চেলসি। তার কিছুক্ষন পরে প্রায় ১০ মিনিটের মাথায় টটেনহামের ডিফেন্সের ভুলে আবারো তাদের পেনাল্টি বক্সের মধ্যে চেলসির হাবজেরট বল পেয়ে যায় কিন্তু সম্পূর্ণ ভাবে শর্ট না নিতে পারায় চেলসির দ্বিতীয় গোলটি আটকে যায়। ৩২ মিনিটের মাথায় টটেনহ্যামের ডিফেন্ডার সানচেজ রোমেলু লুকাকু কে ফাউল করায় ফ্রি কিক পায় চেলসি। ৩৪ মিনিটে চেলসির জিয়চ ফ্রী কিক টি নেন, এবং তার ভাসানো বলটিকে টটেনহ্যামের মিডফিল্ডার এনদম্বেলে ক্লিয়ার করার জন্য হেড নেন ও সেই হেড টি তাদেরই সতীর্থ ডিফেন্ডার ডেভিসের গায়ে লেগে গোলে চলে যায়, এবং ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। তারপর চেলসির লুকাকু থেকে শুরু করে মাসন মাউন্ট পর্যন্ত সকলেই টটেনহামের গোলমুখে আক্রমণ চালিয়ে গেছে, কিন্তু বলের সাথে গোলপোস্টের অল্প ব্যবধান এর জন্য কোন গোল আসেনি।
          দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার সাথে সাথে অ্যান্টোনিও কন্তের দল আক্রমনাত্মক মেজাজে মাঠে নামে। ৬২ মিনিটে চেলসির ডিফেন্ডার সার তাদের ঠিক পেনাল্টি বক্সের বাইরে এনদম্বেলে কে ট্যাকেল করেন ও হ্যারি কেন ফ্রী কিক নিতে আসেন ও সেই ফ্রি-কিক টিকে সেভ করে দেয় চেলসির গোলকিপের কেপা। এইভাবে দ্বিতীয়ার্ধের খেলা এগোতে থাকে, মাঝে দুই দল অনেকগুলি পরিবর্তন করলেও লাভ কিছু হয়নি। এবং লিগ কাপের প্রথম লেগের সেমিফাইনাল ২-০ গোলে চেলসি জিতে যায়। এবার দেখার বিষয় টটেনহাম সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২ গোলের অধিক গোলে জিততে পারে কিনা।

Journalist Name : Tamojoy Shrimany

Related News