ফোনে কথা বলার সময় কানের কোন দিক ব্যবহার করা উচিত, 80% মানুষই ভুল করছেন, সঠিকটা জানুন

banner

#Pravati Sangbad Digital Desk:

স্মার্টফোন এখন সবার জন্য জরুরী হয়ে পড়েছে। তবে ফোন ব্যবহার নিয়েও অনেক গবেষণা হয়েছে। কেউ বলেছেন ফোন ব্যবহার করলে ক্যান্সার হতে পারে, আবার কেউ বলেছেন এর রেডিয়শনের কারণে মানুষসহ পশু পাখির জন্য অনেক ক্ষতিকর। তবে এটা সকলের জানা যে অতিরিক্ত ফোন ব্যবহার করলে চোখের উপর খারাপ প্রভাব পড়ে।

একটা বিষয় আমরা প্রায় সকলেই জানি যে, অতিরিক্ত ফোন ব্যবহার আমাদের চোখের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। কিন্তু, চোখের পাশাপাশি কানও তো রয়েছে। আমাদের শ্রবণেন্দ্রিয়র সাহায্যেই তো ফোনে কথা বলি আমরা। তাই, ফোনে কথা বলার সময় ডান নাকি বাম কোন কান ব্যবহার করা উচিত, তা কি আমরা জানি?

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, প্রায় 80% মানুষ ফোনে কথা বলার সময় তাঁদের ডান কান ব্যবহার করেন। আমাদের মস্তিষ্কের বাম দিক যেহেতু বেশি সক্রিয় থাকে। তাই, ফোনে কথা বলার সময় এক কান থেকে অন্য কানে তার অবস্থান বদলানোটাও জরুরি। গবেষকরা বলছেন, ফোনে কথা বলার জন্য ডান এবং বাম উভয় কানই ব্যবহার করুন।


Journalist Name : Sampriti Gole

Related News