পারদ আরও চড়বে এবং তা সব থেকে বেশি হবে ৬ এবং ৭ জুন,আবার হতে পারে ঘূর্ণিঝড়ও

banner

#Pravati Sangbad Digital Desk:

আরব সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিত্রটা স্পষ্ট হবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত  গভীরতম নিম্নচাপে পরিণত হবে। শুরু হবে প্রবল বৃষ্টিপাত। এর ফলে পশ্চিমভারতে ভারি বর্ষণের সম্ভাবনা।

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস বা তাপপ্রবাহের সর্তকতা কোনটাই দেওয়া হয়নি। চরম অস্বস্তি অনুভব করবে কলকাতার মানুষজন, এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। কলকাতা ছাড়া অস্বস্তি অনুভব করবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাও। এই পরিস্থিতি সব থেকে বেশি অনুভব হবে রবিবার এবং সোমবার। পারদ আরও চড়বে এবং তা সব থেকে বেশি হবে ৬ এবং ৭ জুন।

ঘূর্ণিঝড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। আবহাওয়ার পূর্বাভাস আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। মে মাসে ফের একবার ভয়াবহ হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর ও সমুদ্র উপকূলবর্তী এলাকা।


আবহাওয়া দফতর জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর-পূর্ব, বিহার এবং ঝাড়খণ্ডে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও ঝোড়ো বাতাস বইবে। সেইসঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওড়িশা ইতিমধ্যেই একটি ঘূর্ণিঝড়ের জন্য সতর্কতা জারি করেছে। উপকূলীয় জেলা প্রশাসনকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ইতিমধ্যেই আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ আন্দামান সাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। তা তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে নিম্নচাপটি পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে সরে যেতে শুরু করবে। এ জন্য মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আইএমডি।

Journalist Name : প্রিয়শ্রী

Related News