ঘামাচির সমস্যায় ঘরোয়া পদ্ধতি

banner

#Pravati Sangbad Digital Desk:

গ্ৰীষ্মের রুদ্র রূপ আমরা সকলেই প্রত্যক্ষ করছি।রাজ্যজুড়ে বাড়ছে তাপমাত্রা। দিন দিন যেন আগের তুলনায় আরও বেশি গরম লাগছে। আর গরম আসা মানেই আরও বেশি করে সমস্যা বাড়তে থাকে। এই গরমের অনেকেই ঘামাচি ও ব়্যাশের সমস্যার ভোগেন। অনেক রকমের জিনিস ব্যবহার করেও রেহাই পান না। তবে আর চিন্তার কারণ নেই। কয়েকটি ঘরোয়া উপায় মেনেই এই সব সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। চলুন জেনে নিন সেই গুলি কি কি
শসা-
গ্রীষ্মকালে প্রতিটি ঘরেই শসা পাওয়া যায়। এই শসা পাতলা করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হয়ে এলে নিয়ে ঘামাচির উপর রেখে আস্তে আস্তে ঘষে নিন। এই প্রতিকারটি দিনে দুই থেকে তিনবার চেষ্টা করুন। অনেক আরাম পাবেন।
মুলতানি মাটি-
মুলতানি মাটি ঘামাচি নিরাময়েও সহায়ক। এটি লাগালে ঘামাচির কারণে চুলকানি এবং জ্বালাপোড়াও শান্ত হয়। এর জন্য আপনি গোলাপ জলে মুলতানি মাটি মিশিয়ে ঘামাচির এই পেস্টটি লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। মুলতানি মাটির এই প্যাক আপনাকে অনেক স্বস্তি দিতে পারে।
বরফ-
ঘামাচিতে উপকার পেতে সবচেয়ে সহজ উপায় হলো যে সব স্থানে ঘামাচি আছে, সেখানে বরফ ঘষা। ঠাণ্ডা জলও ভালো আরাম দেয় ঘামাচিতে।
বেকিং সোডা-
ভাবছেন বেকিং সোডা কিভাবে ঘামাচিতে ব্যবহার করবেন? বলছি! ১ কাপ ঠাণ্ডা পানিতে ১ টেবিল চামচ বেকিং সোডা গুলিয়ে একটি পরিষ্কার কাপড় বেকিং সোডার জলে ভিজিয়ে তা ভালো করে নিংড়ে ঘামাচির স্থানে লাগালে বেশ উপকার পাওয়া যায়।
অ্যালোভেরা জেল- 
অ্যালোভেরা জেল ঘামাচিতে অনেক আরাম দেয়। কয়েক দিন শরীরে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ঘামাচি ভালো হয়ে যায়। সেজন্য অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে তা শরীরে প্রলেপ মেখে নিতে হবে। জেল আপনা-আপনি শুকিয়ে গেলে পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News