Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

মমতার গোয়া সফরের আগেই তৃণমূলের হয়ে বাবুল সুপ্রিয় যাচ্ছেন

banner

#Goa:

২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন। ত্রিপুরার পর এবার গোয়ায় জমি শক্ত করতে মরিয়া তৃণমূল। সেখানেই বিজেপির বিপক্ষে শক্তিশালী দল হিসেবে উঠে আসতে চাইছে  সমুদ্র রাজ্যে সবুজ ঝড় তুলতে আগামী ২৮ অক্টোবর অর্থাৎ সামনের সপ্তহেই গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সেখানে নির্বাচনী প্রচার শুরু করে দেবে দলীয় নেতৃত্ব।


ইতিমধ্যে কলকাতা থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাবুল সুপ্রিয়। কলকাতা বিমানবন্দরে পৌঁছে বাবুল সুপ্রিয় জানালেন, ‘ দলের হয়ে কাজ করব এটা ভেবে ভাল লাগছে। দিদি যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব দেওয়ার কারণে আমি সম্মানিত দলের কাছে কৃতজ্ঞ। যে কাজই আমি করি না কেন, তা আমি হৃদয় দিয়ে করব। আমার এই অ্যাসাইনমেন্টে আমি আমার শ্রেষ্ঠটুকু দিতে বদ্ধপরিকর। এটি আমার খুব পরিচিত জায়গা বহু গানের প্রোগ্রাম করেছি তবে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট কখনও করিনি। গত বছর এবং তার আগের বছর ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করতে গোয়াতে গিয়েছিলাম।আগামী ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া যাওয়ার আগেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী। সেই টুইটেই আসন্ন গোয়া নির্বাচন নিয়ে বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর সেই ট্যুইটের কিছুক্ষণের মধ্যেই পাল্টা একটি টুইট করেছে গেরুয়া শিবির। বিজেপিও সোজা ভাবে না হলেও কথার প্যাঁচে বুঝিয়ে দিয়েছে গোয়াতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছাড়বে না বিজেপি।


কলকাতা থেকে গোয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে সৌগত রায় জানালেন, আমরা ত্রিপুরা এগোব এবং শেষ পর্যন্ত ক্ষমতা দখল করব।

Journalist Name : Priyasree konar

Related News