রাজ্য সরকারের কাছে শুভেন্দুর ১২ দফা দাবি

banner

#Pravati Sangbad Digital Desk:

১২ দফা দাবি গুলি হল যথাক্রমে

১) মাননীয়া অর্থমন্ত্রী তার জবাবী ভাষনে রাজ্যসরকারের অধীনস্থ সকল কর্মচারী সহ শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং সমস্ত পেনশন প্রাপকদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা এবং ২০১৫ সাল থেকে Arear এর কথা ঘোষনা। ২) অসম সরকারের মতো মাতৃশক্তিকে ১০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা দেওয়ার ঘোষণা।৩) রাজস্থান সরকারের মতো ৪৫০ টাকায় LPG গ্যাস সিলিন্ডার (Domestic) দেওয়ার ঘোষণা করুক পশ্চিমবঙ্গ সরকার।৪) উত্তরপ্রদেশ সরকারের মতো বছরে একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হোক। ৫) পেট্রোল এবং ডিজেলে রাজ্য সরকার যে সেস নিচ্ছে, এটা রাজ্য সরকার মকুব করুক অথবা উত্তরপ্রদেশ, অসম ইত্যাদি অন্যান্য রাজ্যের সরকারের মতো অর্ধেক সেস ছাড় ঘোষণা করুক। ৬) ২০১২ সালের পর থেকে রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ৬ লক্ষ স্থায়ীপদের অবলুপ্তি ঘটানো হয়েছে। ২০১৯ সালে নিয়োগের শেষ বিজ্ঞপ্তি এবং SSC এর শেষ বিজ্ঞপ্তি ২০১৭ সালে। অবিলম্বে SC, ST, OBC এবং EWS সংরক্ষণ দিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে সমস্ত শূন্যপদ পূরণ।৭) প্রাইমারী টেট পরীক্ষার জন্য ধার্য্য পরীক্ষার খরচ ১৫০টাকার বদলে ৫০০টাকা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের স্বার্থে বিহারের মতো সমস্ত কর্মপ্রার্থীদের পরীক্ষার খরচ সম্পূর্ণ মকুব করা হোক। ৮) সমকাজে সমবেতন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হওয়া উচিত। সিভিক ভলান্টিয়ার, গ্রীন পুলিশ, ভিলেজ পুলিশ এর বেতন নূন্যতম ২০০০০/- হওয়া উচিত। ওড়িশা এবং বিহারের মতো পার্শ্বশিক্ষক, আংশিক, সহ শিক্ষক সহ সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী দের স্থায়ীকরণ।৯) আশাকর্মী, আইসিডিএস, প্রানীমিত্র, VRP, Tax Collector, চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, Third Party Pay Roll এবং WEBEL এর মাধ্যমে নিযুক্ত সকলের বেতন ৫০০০ টাকা বৃদ্ধি করা হোক।

১০) পশ্চিমবঙ্গে ৪২ লক্ষ কৃষক পিএম কিষান সম্মাননিধি পান। এক্ষেত্রে মধ্যপ্রদেশের মতো কেন্দ্র সরকারের ৬০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের আরো ৬০০০ টাকা মানে ১২০০০ টাকা কৃষকদের দেওয়ার প্রস্তাব রাখছি। সেই সঙ্গে রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের ৫০০০ টাকাকে দ্বিগুণ করা। ১১) আমি আমার বাজেট বক্তৃতার শেষাংশে রাজনীতির উর্দ্ধে উঠে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৭৫ লক্ষ নতুন সংযোগ দেওয়ার যে কাজ চলছে, যার মধ্যে ৫০ লক্ষ কানেকশন সম্পন্ন হওয়ায় সারা ভারতের প্রায় ১০ কোটির বেশি মাতৃশক্তি উপকৃত হয়েছেন, পশ্চিমবঙ্গের মা, দিদি ও বোনেদের স্বার্থে অবিলম্বে এই প্রকল্প চালু করা। এবং ১২) বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ৬০ লক্ষ টাকার পরিবর্তে ২ কোটি করা হোক।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News